ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

প্রতিহিংসার বিষে পানিতে মরে ভেসে উঠল ৩ লাখ টাকার মাছ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

লক্ষ্মীপুরে জলাশয়ে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। প্রতিহিংসায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী মো. নুরুজ্জামানের। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে জলাশয়ের পানিতে মাছগুলো মরে ভেসে উঠতে দেখা যায়। নুরুজ্জামান দক্ষিণ কালিরচর গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। পেশায় তিনি কৃষক।

নুরুজ্জামানের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর ধরে বাড়ির পাশেই তিনটি জলাশয়ে তিনি মাছ চাষ করে আসছেন। প্রায় এক মাস আগে দুটি জলাশয়ের মাছ একটিতে এনে চাষ করছেন। শুক্রবার বিকেলেও সব স্বাভাবিক ছিল। শনিবার সকালে জলাশয়ের পাশে গিয়ে দেখা যায় মাছগুলো মরে ভেসে উঠেছে। প্রতিহিংসা থেকে কেউ তার জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে তার। 

নুরুজ্জামান বলেন, আমার জলাশয়ে রুই, কাতল, মিরর কার্প ও তেলাপিয়া মাছ চাষ করেছি। দেড়-দুই মাস পর মাছগুলো বাজারজাত করতে পারতাম। কিন্তু দুর্বৃত্তরা প্রতিহিংসা করে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে। আমি এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। 

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। এখনও পর্যন্ত অভিযোগ দেইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।