ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী আঘাত আসবে এমন আশঙ্কা ছিল: প্রধানমন্ত্রী বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০ ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন আরেক নেতা, লিখলেন ‘আর পারলাম না নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেফতার তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলা চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গিকার দেশে নেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীর, পালিয়েছেন যে রাষ্ট্রে
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

নৃশংসভাবে শিশু আবু বক্কর খুন, আদালতে যে ‘কথাটি’ বললেন খুনি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় শুক্রবার রাতে গলা কাটা অবস্থায় বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধারের পর সাব্বির মিয়া নামে এক যুবককে এলাকাবাসীর সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। পরে দুপুরে আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।

শনিবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে তাকে প্রধান আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তার মা রাশি বেগম, বোন নীলিমা আক্তার ও রোবিনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। সাব্বির মিয়া পেশায় মাছ কাটা শ্রমিক।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে জেলা শহরের কান্দিপাড়া (মাইমল হাটি) মাসু মিয়ার বাড়ির টিউবওয়েলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবু বক্কর (৫) জেশা শহরের কান্দিপাড়া (মাইমল হাটি) এলাকার মো. হাসান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম।

তিনি বলেন, গ্রেফতার সাব্বিরকে আদালতে হাজির করার পর সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। কারণ হিসেবে সে দাবি করে, এলাকার শিশুরা দলবদ্ধভাবে তাকে উত্যক্ত করতো। এরমধ্যে শিশু আবু বক্কর একটু বেশি করতো। তাই উত্তেজিত হয়ে সে এমন হত্যাকাণ্ড ঘটায় বলে আদালতকে জানায়।

উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার পর থেকে নিখোঁজ ছিল শহরের কান্দিপাড়া মাইমল হাটির হাসান মিয়ার ছেলে আবু বক্কর। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে রাত ১০টার দিকে তাদের বাড়ির পাশের মাছু মিয়ার বাড়ির টিউবওয়েলের নিচে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পরে রাতেই রক্তমাখা ছুরি উদ্ধারসহ সাব্বির মিয়াকে গ্রেফতার করা হয়।

এদিকে, চট্টগ্রামে নৃশংসভাবে খুনের শিকার শিশু আলিনা ইসলাম আয়াতের ঘটনায় দেশব্যাপী চলছে আলোচনা। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এই খুনের ঘটনা ঘটলো।