ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সরাইলে বেড়েছে যানজট-ভোগান্তির শেষ নেই উপজেলা বাসীর

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কয়েকদিন ধরে সরাইলে যানবাহনের চাপ বেড়েছে। এখন প্রায় প্রতিদিনই সকাল থেকে উপজেলার বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায়। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রীরা।একদিকে তীব্র গরম,অন্যদিকে যানজটের কবলে পড়ে উপজেলাবাসীর জীবন নাভিশ্বাস। বৃহস্পতিবার (৪ আগস্ট) সরাইল উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে যানজটের ভয়াবহ চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, সরাইল- লাখাই উচালিয়াপাড়া মোড় এলাকায় সকাল থেকেই ছিল তীব্র যানজট। অন্নদা মোড়, বকুল তলা, এদিকে কালিকচ্ছ পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এ সময় কিছুটা থেমে থেমে গাড়ি চলাচল করলেও সড়কে যাতায়াত করতে ভোগান্তি হয় মানুষের, এসব এলাকার রাস্তা গুলো এ সময় সিএনজি, প্রাইভেটকার, বাস ও রিকশা, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে পরিপূর্ণ ছিল। এর মধ্যেও চালকদের আগে যাওয়ার প্রতিযোগিতা যানজটকে আরও তীব্র করেছে।এছাড়া যানজটের কারণে দিনের প্রথম প্রহরে অফিসগামী মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছে। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছে আরো দুর্ভোগে জানিয়েছেন রোগীদের আত্মীয়রা। সরাইল-লাখাই উচালিয়াপাড়া চৌরাস্তা মোড়ে দেখা দিয়েছে থেমে থেমে যানজট। যানজটে অনেক সময় রাস্তায় বসে থাকতে হচ্ছে মানুষকে। একদিকে যানজট আরেকদিকে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষেরা। গত কয়েক দিন আগে উপজেলা পরিষদ কক্ষে প্রশাসনের আয়োজনে সরাইল উপজেলার মাসিক আইন- শৃঙ্খলা সভায় এ যানজট নিরসনে আলোচনা করা হয়।

বক্তারা কালিকচ্ছ বাজারের যানজট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে বলেন, কালিকচ্ছ বাজারে পাশে সরাইল- লাখাই আঞ্চলিক সড়কের দুই পাশে অবৈধ ভাবে ফুটপাত দখল হয়ে গেছে। রাস্তার উপর রয়েছে সিএনজি স্টেশন। এইসবের কারণেই কালিকচ্ছ বাজার জুড়ে যানজট সৃষ্টি হয়। এদিকে সরাইল বাজারের প্রতিদিনই থেমে থেমে যানজট সৃষ্টি হয়।এই যানজট নিরসনে বক্তারা বলেন,সরাইল – অরুয়াইল রাস্তাটি দুপাশে ফুটপাত দখল হওয়ার কারণে ও বকুল তলায় সিএনজি পার্কিং করার কারণে প্রতিদিনই এই যানজট সৃষ্টি হয়। উচালিয়াপাড়া মোড়ের ফুটপাত দখল উদ্ধার করে বাইপাস রাস্তাটি উন্মুক্ত হলে এই এলাকার আর থেমে থেমে যানজট হবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন উপস্থিত বক্তারা। আজ যানজটে থাকা গাড়ি চালক রহমান, ঢাকা থেকে আসছি লাখাই দিয়ে সিলেট যাব, তবে এখানে এসে যানজটে অনেকক্ষণ ধরে বসে আছি গাড়িতে। তার মধ্যে রয়েছে প্রচন্ড গরম। দেখেন কিভাবে পানি পড়তেছে শরীর থেকে। আমরা কি আর বলবো ভাই। এখন জায়গায় জায়গায় যানজট হয়।রাস্তার পাশে যেভাবে ফুটপাত দখল হচ্ছে, গাড়িতো চলতে পারে না। বিভিন্ন সময় বিভিন্ন সভায় এই নিয়ে আলোচনা হলেও এ যানজট নিরসনে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি। উপজেলাবাসীর দাবি কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে এই যানজট নিরসনের সঠিক ভূমিকা পালন করবেন।