ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

অবৈধ যানের দখলে কুমিল্লার সড়ক

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২  

যানজটে নাকাল পূর্বাঞ্চলের সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ জেলা শহর কুমিল্লা। সকাল থেকে রাত পর্যন্ত যেন যানজট লেগেই থাকে এই নগরীর সড়কে। যত্রতত্র ছোট-বড় গাড়ির পার্কিং ও প্রধান সড়কের দুই পাশে ভ্রাম্যমাণ দোকান, ফুটপাত দখল করে দোকানপাট এবং সড়কের পাশে অ্যাম্বুলেন্স ও মোড়ে মোড়ে সিএনজি-অটোরিকশার অস্হায়ী স্ট্যান্ডের কারণে নগরীতে যানজট স্হায়ী রূপ নিয়েছে। দিনের অধিকাংশ সময় যানজটের কারণে থমকে যায় স্বাভাবিক জীবন। নগরীর সবকটি পথে অন্তত অর্ধলক্ষাধিক ব্যাটারিচালিত রিকশা, অটোবাইক, সিএনজি, মাইক্রো ও বাসের দাপট বেশি।

কুমিল্লা নগরীর কেন্দ্রস্হল কান্দিরপাড়। এখান থেকে দক্ষিণে টমছমব্রিজ হয়ে পদুয়ার বাজার বিশ্বরোড যেতে হয়। এক লেনের এ সড়ক বিভিন্ন পরিবহনের বাস ছাড়াও স্কুল-কলেজসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-স্টাফ ও ছাত্রদের বহনকারী বাস, মিনিবাস, সারি সারি অ্যাম্বুলেন্স, সিএনজি, অটোবাইক ও ব্যাটারিচালিত রিকশার দখলে। মাঝে-মধ্যে এসব ছোট-বড় গাড়িগুলো আড়াআড়ি করে রাখা হয়। এতে সড়ক দিয়ে অন্য গাড়ি যেতে পারে না। যানজটের সবচেয়ে ভয়াবহ চিত্র চোখে পড়ে নগরীর নজরুল এভিনিউ, কান্দিরপাড়, রামঘাট, মনোহরপুর, টমছমব্রিজ চারমুখী সড়কের মোড়, শাসনগাছা, রাজগঞ্জ ও চকবাজার এলাকার। এসব এলাকায় অস্হায়ীভাবে সিএনজি, ব্যাটারিচালিত রিকশা, অটোবাইক থামিয়ে যাত্রী ওঠানামা করার কারণে যানজটের সৃষ্টি হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন বলেন, ‘নগরীর সড়কের মোড়ে মোড়ে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক থেকে রসিদ দিয়ে টাকা হাতিয়ে নেয় বেশ কয়েকটি সিন্ডিকেট। রাজনৈতিক ছত্রছায়ার এসব সিন্ডিকেট যেন সড়কে অবৈধ এসব যানবাহন চালানোর নিয়ামক শক্তি। ফলে অদক্ষ চালকদের বেপরোয়া গাড়ি চালনার কারণে যানজটের পাশাপাশি প্রায় সময় ঘটছে দুর্ঘটনা, পঙ্গুত্ববরণ করছে অনেকে।’

সিএনজি অটোরিকশার চালক মনির হোসেনসহ অন্তত ১২ জন বলেন, ‘আমরা কী করব। সড়কের ওপরই স্ট্যান্ড। তাই গাড়ি থামিয়ে যাত্রী ওঠাচ্ছি-নামাচ্ছি।’

ব্যাটারিচালিত অটোরিকশার চালক মাইনুদ্দিন বলেন, ‘আমরা বেকার ও গরিব মানুষ, গাড়ি চালনার প্রশিক্ষণ নেই, শিখে নিয়েছি। গাড়ি বৈধ-অবৈধ বুঝি না। টাকা দিয়ে রশিদ নিই, তা দেখিয়ে আমরা রাস্তায় গাড়ি চালিয়ে পরিবার চালাই।’

নগরীর পৌর বিপণি মার্কেটের ব্যবসায়ী মনিরুল ইসলামসহ অনেকে বলেন, ‘অটোরিকশা ও অটোবাইকগুলো বেআইনিভাবে শহরের যত্রতত্র স্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠানামা করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হয় না।’ 

কলেজশিক্ষক আবদুর রহিম জানান, ব্যস্ততম এই শহরে এত রিকশা, অটোবাইক চলে যে সড়কের এপাশ থেকে ওপাশে যেতে পারি না।

কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল বলেন, নিয়ম না মেনে দিনরাত মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান যাতায়াতের কারণে যানজট সৃষ্টি হয়। বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত যানবাহন রাস্তার পাশে যেখানে সেখানে পার্কিং করার কারণেও যানজট বাড়ছে।’

কুমিল্লা ট্রাফিক পুলিশের পরিদর্শক মুরাদ হোসেন বলেন, ‘যানজট নিরসনে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। ব্যস্ততম শহরে মাঝে মধ্যে একটু যানজট লেগে যায়। তবে যানজটের মূল কারণ অবৈধ সিএনজি ও অটোরিকশার আধিক্য। যার কারণেই এই যানজট।’

বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক পারকন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘জেলায় চলাচল করা বেশির ভাগ সিএনজিচালিত অটোটেম্পো এবং সব অটোরিকশা ও অটোবাইক অবৈধ। এগুলোর কোনো লাইসেন্স নেই। এই অটোরিকশা ও অটোবাইকগুলোর চালকরাও অদক্ষ। ট্রাফিক আইন বলতে তারা কিছুই জানে না। যে কারণে যানজটের পাশাপাশি দুর্ঘটনাও বাড়ছে।’

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘নগরীর সড়ক যানজটমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অবৈধ রিকশা-গাড়ি চলাচলের ব্যাপারে শিগ্গিরই একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’