সবার আগে ফাইনালে কুমিল্লা
নোয়াখালী সমাচার
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩

আন্দ্রে রাসেল, সুনিল নারাইনের মতো মহাতারকাদের নিয়ে এমনিতেই শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ওঠার লড়াইয়ের জন্য দলে যোগ করা হলো মইন আলিকেও। সেখানে সিলেট স্ট্রাইকার্স দল সাজাল জোড়াতালি দিয়ে শফিকউল্লাহ ঘাফারি, ইসুরু উদানাদের নিয়ে। দুই দলের ক্রিকেটীয় মানে তাই পার্থক্য বিশাল। ছোট পুঁজি নিয়ে তবু লড়াই চালিয়ে গেল সিলেট। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠল না কুমিল্লার শক্তির গভীরতার সঙ্গে।
টানা তিন ম্যাচ হেরে আসর শুরু করেছিল যে দল, সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবার আগে ফাইনালে উঠে গেল টানা ১০ জয়ে। প্রথম কোয়ালিফায়ারে বর্তমান চ্যাম্পিয়নরা ৪ উইকেটে হারাল সিলেট স্ট্রাইকার্সকে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেট গুটিয়ে যায় স্রেফ ১২৫ রানেই। কুমিল্লা ঝড়ো শুরুর পরও শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ম্যাচ শেষ করে ২০ বল বাকি থাকতে।
সিলেট হয়তো ম্যাচটি জমাতে পারত আরেকটু। কিন্তু শুরুর দিকে মুশফিকুর রহিম ও রুবেল হোসেনের ভুল বোঝাবুঝিতে ক্যাচ পড়ে একটি। পরে মুশফিক হাতছাড়া করেন আরও একটি ক্যাচ ও স্টাম্পিংয়ের সুযোগ। তবে শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়।
ম্যাচ হারলেও সিলেটের আরেকটি সুযোগ আছে ফাইনালে ওঠার। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মঙ্গলবার সন্ধ্যায় মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে জয়ী রংপুর রাইডার্সের।
সিলেটের বিপর্যয়ের শুরু ম্যাচের দ্বিতীয় ওভার থেকেই। শফিকউল্লাহ ঘাফারিকে ওপেনিংয়ে নামিয়ে একটা ফাটকা খেলেছিল সিলেট। তা কাজে লাগেনি। লেগ স্টাম্পের বাইরের ফুল টস ডেলিভারিতে অদ্ভুতভাবে পয়েন্টে ক্যাচ তুলে দেন আফগান অলরাউন্ডার। আন্দ্রে রাসেল তার ক্যারিয়ারে এতটা বাজে বলে আর উইকেট পেয়েছেন বলে মনে হয় না।
এক বল পর আরও বড় ধাক্কা। অহেতুক ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে রান আউট হয়ে যান তৌহিদ হৃদয়। তখনও পর্যন্ত এবারের আসরের সর্বোচ্চ রান স্কোরার এ দিন রানের মুখই দেখতে পারেননি। পরের ওভারে বাজে শটে মইন আলিকে উইকেট দিয়ে আসেন জাকির হাসানও (২)।
তিন ওভারে তিন উইকেট হারানো দলের হয়ে পাল্টা আক্রমণ করেন নাজমুল হোসেন শান্ত। রাসেলের চার বলের মধ্যে দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। ছক্কাটি অবশ্য পেয়ে যান ব্যাটের ওপরের কানায় লেগে কিপারের পেছন দিয়ে।
চমক উপহার দিয়ে চারে উঠে আসা মাশরাফি বিন মুর্তজাও জ্বলে ওঠেন ব্যাট হাতে। নিজের সেরা সময়ের কিছু ঝলক দেখিয়ে কয়েকটি দুর্দান্ত শট খেলেন সিলেট অধিনায়ক। মুস্তাফিজকে চার মারেন তিনি টানা দুই বলে, বিশাল ছক্কায় উড়িয়ে দেন বাঁহাতি স্পিনার তানভির ইসলামকে। মুকিদুল ইসলামের লেংথ বল আছড়ে ফেলেন ড্রেসিং রুমের ছাদে।
তাতে বিপর্যয় অনেকটাই কাটিয়ে ওঠে সিলেট। কিন্তু মাশরাফির বিদায় দিয়ে আবার পথ হারানোর শুরু তাদের। রাসেলের বলে তানভিরের দারুণ ক্যাচে থামে মাশরাফির ক্যামিও। দুটি করে চার ও ছক্কায় ১৭ বলে করেন তিনি ২৬। জুটিতে আসে ৩৭ বলে ৫৬ রান।
সিলেটের বড় সর্বনাশ হয়ে যায় পরের ওভারে। পরপর দুই বলে উইকেট বিলিয়ে দেন শান্ত ও রায়ার্ন বার্ল। দারুণ খেলতে থাকা শান্ত বোল্ড হয়ে যান জায়গা বানিয়ে খেলতে গিয়ে (২৯ বলে ৩৮)। বার্ল ক্রিজে গিয়ে প্রথম বলেই ছক্কার চেষ্টায় ধরা পড়েন সীমানায়।
তারপরও সিলেটের লড়িয়ে রানের আসা জিইয়ে ছিল মুশফিকের ব্যাটে। শুরুটা দারুণ করেছিলেন তিনি। চার বাউন্ডারি আদায় করে নেন বেশ দ্রুতই। কিন্তু শেষ পর্যন্ত দলকে এগিয়ে নিতে পারেননি তিনিও। মুকিদুলকে ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মেরে তিনি ধরা পড়েন কাভারে (২২ বলে ২৯)।
এরপর তানজিম হোসেন সাকিব কিংবা প্রথমবার মাঠে নামা ইসুরু উদানা পারেননি ভালো কিছু করতে। প্রথম ম্যাচ খেলতে নামা আরেক ক্রিকেটার জর্জ লিন্ডা একটি ছক্কার পর আউট হয়ে যান ১৩ রানে।
৮ রানের মধ্যে সিলেট হারায় শেষ ৪ উইকেট। ১৭ বল বাকি রেখেই শেষ হয় তাদের ইনিংস।
রান তাড়ায় কুমিল্লাকে উড়ন্ত শুরু এনে দেন সুনিল নারাইন। লিটন দাস যদিও আউট হয়ে যান ১০ বলে ৭ করে, নারাইন আরেক প্রান্ত খেলেন আগ্রাসী সব শট। ক্যারিবিয়ান ক্রিকেটারের ইনিংস যদিও পঞ্চম ওভারে থামিয়ে দেন তানজিম, তবে ততক্ষণে ৩ চার ও ৪ ছক্কায় ১৮ বলে ৩৯ রান করে ফেলেছেন তিনি।
শুরুর চাপ উধাও হওয়ায় বাকি পথটাও সহজ হয়ে যায় কুমিল্লার জন্য। জনসন চার্লস যদিও রান আউট হয়ে যান ৪ রানে, ফর্মে ফিরতে পারেননি অধিনায়ক ইমরুল কায়েসও। তবে লক্ষ্য ছোট ছিল বলেই তাদের খুব একটা বেগ পেতে হয়নি। ১৩ বলে ২১ রানের ক্যামিওতে সমীকরণ আরও সহজ করে যান মইন আলি।
সিলেট ম্যাচটি হয়তো আরেকটু জমাতে পারত। কিন্তু জর্জ লিন্ডার বলে ৬ রানে মোসাদ্দেককে স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন মুশফিক। শেষ দিকে লিন্ডার বলেই আন্দ্রে রাসেলের ক্যাচ ছাড়েন সেই মুশফিকই।
সেই মোসাদ্দেক এক প্রান্ত আগলে ২৭ বলে ২৭ রান করে টিকে থাকেন শেষ পর্যন্ত। রুবেলের ওভারে বিশাল দুটি ছক্কায় ম্যাচ শেষ করেন রাসেল।
তিন শিরোপা জিতে আগে থেকেই বিপিএলের সফলতম দল কুমিল্লা। তাদের সামনে হাতছানি এবার আরও একটি ট্রফি জয়ের।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট স্ট্রাইকার্স: ১৭.১ ওভারে ১২৫ (শান্ত ৩৮, ঘাফারি ৫, হৃদয় ০, জাকির ২, মুশফিক ২৬, মুশফিক ২৯, বার্ল ০, লিন্ডা ১৩, তানজিম ৬, উদানা ০, রুবেল ০*; তানভির ৪-০-৩০-২, রাসেল ৩-০-২২-২, মইন ২-০-২০-১, নারাইন ৩.১-০-৮-১, মুস্তাফিজ ৩-০-২৫-২, মুকিদুল ২-০-১৮-১)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৬.৪ ওভারে ১৩০/৬ (লিটন ৭, নারাইন ৩৯, চার্লস ৪, ইমরুল ১৩, মোসাদ্দেক ২৭*, মইন ২১, জাকের ০, রাসেল ১৫*; উদানা ২-০-১৫-০, রুবেল ৩.৪-০-৩৩-৩, তানজিম ২-০-২৮-১, লিন্ডা ৪-০-২১-০, ঘাফারি ৪-০-২১-১, মাশরাফি ১-০-১০-০)
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তানভির ইসলাম
- শিশুকে ১০ টাকা দিয়ে ছবি তোলা প্রথম আলোর গর্হিত অপরাধ : বিজ্ঞ মহল
- এক বছরে বাংলাদেশী পোশাক আমদানি বেড়েছে ৫২%
- স্বল্পোন্নত থেকে টেকসইয়ে উত্তরণে বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ
- নির্বাচনী ট্রেনে ইসির যাত্রা
- খুলনা-মোংলা রেলপথ - সুবর্ণভূমির হাতছানি
- গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
- জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- সরকারি হাসপাতালে চালু হলো বৈকালিক স্বাস্থ্যসেবা
- ভিয়েতনামের সঙ্গে আরও জোরালো সম্পর্ক চান প্রধানমন্ত্রী
- শেখ হাসিনা সক্রিয় হচ্ছেন নির্বাচনী কূটনীতিতে
- মুখ দেখে নয় মনোনয়ন মিলবে জনপ্রিয়তায়
- চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা
- কুমিল্লায় ফেনসিডিল-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
- লক্ষ্মীপুরে ৫০ অসহায় পরিবার পেল ১০ দিনের খাদ্যসামগ্রী
- রোগীর শরীরে ভুল রক্ত ট্রান্সফিউশনের অভিযোগ
- কুমিল্লার চৌদ্দগ্রামে যত্রতত্র পশু জবাই
- রাষ্ট্রীয় মর্যাদায় ভিপি শাহ আলমের দাফন
- চাঁদপুরে জাতীয় শিক্ষাক্রমের উপর প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ
- শাহরাস্তিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করায় প্রতিবাদ সমাবেশ
- চলতি মৌসুমে চাঁদপুরে সরবরাহ বেড়েছে দক্ষিনাঞ্চলের তরমুজ
- চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু : কান্না থামছে না দুই পরিবারের
- সৌদিতে বাস দূর্ঘটনায় নিহত মতলব-ফরিদগঞ্জে চলছে শোকের মাতম
- চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির প্রথম সভা
- চাঁদপুর সদর তফসিল ঘোষনা : ২০মে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন
- হাইমচরে বিনামূল্যে বীজ ও সার, বাছুর ও নগদ চেক বিতরণ
- হাইমচরের মোয়াজ্জেম হোসেন বালিকা উবি’র শুভ উদ্বোধন
- কচুয়ায় সালিশ বৈঠকে অন্যায়ের প্রতিবাদ করায় মারধরের হুমকি
- মুঘল ইতিহাসের সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার আরিফাইল শাহী জামে মসজিদ
- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ধান মিলেনি ১৪ দিন ধরে নিখোঁজ কিশোরীর
- পূর্ব বিরোধের জেরে মানসিক রোগীকে মারধর করার অভিযোগ
- সেহেরি-ইফতারে লোডশেডিং নয়: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- লিচুর মুকুলে সেজেছে প্রকৃতি
- কুমিল্লায় যানজট নিরসন পদক্ষেপে পাল্টে গেছে নগরীর দৃশ্যপট
- রমজান মাসকে কেন্দ্র করে কুমিল্লার মুড়ির গ্রামে ব্যস্ততা বেড়েছে
- কুমিল্লা জেলা শিক্ষা মেলায় শীর্ষে মুরাদনগর-হোমনা-তিতাস
- কচুয়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
- চাঁদপুর পৌরসভার ২৬ কোটি টাকার কাজ হয়েছে: মেয়র
- রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়ালেই কঠোর ব্যবস্থা
- হাই কোর্টের মন্তব্য - হজ প্যাকেজ অমানবিক
- ফেনীতে বাখরাবাদ ম্যানেজারের বুকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি
- স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কুমিল্লার শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া
- বান্দরবানে তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা
- ভাসানচরে রোহিঙ্গাদের মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়া শুরু
- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই: শফিকুর রহমান
- সাংবাদিকদেরকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করলেন দেবীদ্বারের ইউএনও
- নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: এমপি রফিক
- দেশে খাদ্য ঘাটতি নেই : প্রধানমন্ত্রী
- প্রবাসীর পরিবারকে নির্যাতনের অভিযোগে হোমনার ওসির বিরুদ্ধে মামলা
- জমজমিয়া খাল খনন, সেচ সুবিধা পাবে ২০ হাজার কৃষক
- ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছেছে শিশুদের ইপিআই টিকা