ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী আঘাত আসবে এমন আশঙ্কা ছিল: প্রধানমন্ত্রী বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০ ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন আরেক নেতা, লিখলেন ‘আর পারলাম না নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেফতার তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলা চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গিকার দেশে নেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীর, পালিয়েছেন যে রাষ্ট্রে
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শেখ কামাল যুব গেমসে বালকে ফেনী, বালিকায় রাঙামাটি চ্যাম্পিয়ন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩  

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস বিভাগীয় পর্যায়ের অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে ফেনী এবং মেয়েদের বিভাগে রাঙামাটি জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

টুর্নামেন্টে ছেলেদের খেলায় চাঁদপুর জেলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ফেনী জেলা ফুটবল দল। মেয়েদের খেলায় চট্টগ্রামকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি জেলা দল।

স্মার্ট বাংলাদেশ গড়তে খেলা একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, জাতি এবং রাষ্ট্র গঠনের অন্যতম উপায় খেলাধুলা। এ অন্বেষণের মাধ্যমে মেসি-নেইমারদের মতো খেলোয়াড় উঠে আসতে পারে। সমাজকে মাদকমুক্ত করতে খেলার ভূমিকা রয়েছে। সরকারের স্মার্ট বাংলাদেশ গড়তে খেলাও একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, বিভাগীয় এ টুর্নামেন্টের আয়োজক হতে পেরে ফেনী অত্যন্ত ভাগ্যবান। এ টুর্নামেন্টে খেলে বিভিন্ন জেলা দল থেকে উঠে এসে একদিন তারা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের পরিচালনায় অনুষ্ঠানে ক্রীড়া সংস্থা ও বিভিন্ন জেলা দলের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।