ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

খন্দকার মোশাররফের বাসায় তারেক বিরোধীদের গোপন বৈঠক

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বাসায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিরোধীদের নিয়ে গোপন বৈঠকের খবর পাওয়া গেছে।

জানা গেছে, তারেকপন্থী হিসেবে পরিচিত কোনো নেতৃবৃন্দকে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। বৈঠকে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ আরো অন্তত একডজন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আন্দোলন সংগ্রাম নয় বরং দলের অভ্যন্তরীণ বিষয়, দলীয় কোন্দলের প্রকাশ্য রূপ ইত্যাদি নিয়েই মূলত বৈঠকে আলোচনা করা হয়।

সাম্প্রতিক সময়ে বিএনপির গুরুত্বপূর্ণ দুজন নেতাকে প্রকাশ্যে কারণ দর্শানো নিয়ে বৈঠকে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানানো হয়। অধিকাংশ নেতাই মনে করেন, বিষয়টি এভাবে ঢাক ঢোল না পিটিয়েও করা যেত। বৈঠকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কমিটি গঠন নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত প্রায় সব নেতাই বলেন, অচেনা, অজানা লোকজনকে কমিটিতে ঢুকানো হয়েছে। দলের জন্য গত ১৫ বছর যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন করা হচ্ছে না। বৈঠকে কোনো কোনো নেতা প্রকাশ্যে কমিটি বাণিজ্যের অভিযোগ আনেন। আর এ সবকিছুর জন্য দায়ী করা হয় লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এ প্রথম বিএনপির নেতারা এক জোট হয়ে প্রকাশ্যে তারেকের সমালোচনা করলেন। আগে কেউ কেউ আড়ালে আবডালে তারেকের সমালোচনা করতেন। কিন্তু এখন সেই সমালোচনা প্রকাশ্য রূপ নিলো।

বৈঠক সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে তারেক রহমান দল চালাচ্ছেন বলে বৈঠকে অভিমত ব্যক্ত করেছেন একাধিক সিনিয়র নেতা। তবে তাদের মধ্যে অধিকাংশ নেতাই বলছেন, এভাবে দল চললে সত্যিকারের কর্মীরা নিষ্ক্রিয় হয়ে যাবে। ক্রমেই নিশ্চিহ্ন হয়ে যাবে বিএনপি। বৈঠকে ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ, মনোনয়ন নিয়ে বিভ্রান্তি, নির্বাচনের পর সংসদে যাওয়া-এই সব কিছুর জন্যই তাকের রহমানকে দায়ী করা হয়।

সূত্রমতে, বৈঠকে বিদেশে থাকায় তারেক রহমানকে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে নিষ্ক্রিয় করার পক্ষে মত দেন অধিকাংশ নেতা। স্থায়ী কমিটির মাধ্যমে যৌথ নেতৃত্বে ফল পরিচালনার পক্ষে মতামত দেয়া হয়। আর এই বৈঠকের বিষয়গুলো পরবর্তী স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপনেরও সিদ্ধান্ত নেয়া হয়।