ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী আঘাত আসবে এমন আশঙ্কা ছিল: প্রধানমন্ত্রী বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০ ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন আরেক নেতা, লিখলেন ‘আর পারলাম না নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেফতার তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলা চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গিকার দেশে নেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীর, পালিয়েছেন যে রাষ্ট্রে
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

৪৫ বছর একই মসজিদে ইমামতি, বিদায়ে অঝোরে কাঁদলেন ইমাম

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৩ মে ২০২৩  

মৌলভী মো. মাইন উদ্দিন ৪৫ বছর ইমামতি করেছেন। এ দীর্ঘ সময় তিনি একই মসজিদে ইমামতি করেছেন। তার বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। তিনি এ সময় অঝোরে কেঁদেছেন।

শুক্রবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় মসজিদ কমিটির পক্ষ মৌলভী মো. মাইন উদ্দিনকে নগদ এক লাখ টাকা উপহার দেওয়া হয়।

মৌলভী মো. মাইন উদ্দিন জন্ম ভোলা জেলায় হলেও ১৯৭৭ সাল থেকে তিনি সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বসবাস শুরু করেন। একই বছর মোহাম্মদপুর ইউনিয়নের রমজান আলী সারেং জামে মসজিদে ইমামতি শুরু করেন তিনি। এ মসজিদেই দীর্ঘ ৪৫ বছর ইমামতি করেছেন।

২০২২ সালে মৌলভী মো. মাইন উদ্দিন অসুস্থ হলে তার বড় ছেলে মাওলানা জমির উদ্দিন ইমামের দায়িত্ব গ্রহণ করেন। মৌলভী মো. মাইন উদ্দিনের অবসরকে স্মরণীয় করে রাখতে শুক্রবার দুপুরে রমজান আলী সারেং জামে মসজিদের কমিটি ও স্থানীয়দের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

মাইন উদ্দিনের বড় ছেলে মাওলানা জমির উদ্দিন বলেন, এই মসজিদের সঙ্গে বাবার স্মৃতিচারণ করতে খুব কষ্ট হচ্ছে। আমি এখন বাবার দায়িত্ব পালন করছি। অনুষ্ঠানের শুরু থেকেই তিনি কান্নাকাটি করেছেন। তার সঙ্গে আমরাও কান্না করেছি।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আলী আকবর বাবুল বলেন, মৌলভী মো. মাইন উদ্দিন আমাদের মসজিদে টানা ৪৫ বছর ইমামতি করেছেন। তিনি বর্তমানে অসুস্থ। তার জন্য আমরা সামান্য উপহারের ব্যবস্থা করেছি। মসজিদ কমিটি ও এলাকাবাসী সবাই মিলে এ উদ্যোগ নেয়া হয়েছে।