ব্রেকিং:
১০০ কোটি টাকার তহবিল গঠন করবে সরকার সংকট উত্তরণের বাজেট বিমানে মন্ত্রী-সচিবদের প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত পিপিপি’র পাইপলাইনে নতুন ১৩ মেগা প্রকল্প সরকারের পদক্ষেপে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি রোধ হয়েছে প্যানেল স্পিকার হলেন কুমিল্লার প্রাণ গোপাল দত্ত ও আঞ্জুম সুলতানা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও বিনিয়োগ করুন সরকারের ঋণ কমেছে ২৩ হাজার কোটি টাকা জাতীয় গ্রিডে যুক্ত হলো দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩০ জেলে আটক চাটখিলে সরকারি সহায়তা পেল ৭১ পরিবার সুবর্ণচরে বিস্ফোরক মামলায় যুবদল নেতা কারাগারে হাতিয়ায় ৯ মণ সামুদ্রিক মাছসহ ৩০ জেলে আটক রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো গৃহবধূর ফেনসিডিল মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড ল্যাব ফাউন্ডেশন কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার কমিটি নাঙ্গলকোটে সুইপারের লাশ উদ্ধার কুবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে অভিমানে জঙ্গলে ১৭ বছর মুক্তিযুদ্ধে ভিপি শাহআলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে
  • শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৮ ১৪৩০

  • || ১১ জ্বিলকদ ১৪৪৪

কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং লিডারসহ তিনজনের বিরুদ্ধে মামলা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১১ মে ২০২৩  

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার মোহনসহ (২০) তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় মোঃ মাইন উদ্দিন (৩৬) নামের চাঁদাবাজকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী মোঃ নুরনবী বাদী হয়ে এ চাঁদাবাজির মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃত মাইন উদ্দিনকে বৃহস্পতিবার সকালে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর দু’আসামী পলাতক রয়েছে।

চাঁদাবাজি মামলার তিন আসামীরা হলেন, বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের হৈদ বাড়ীর গোলাম মাওলার ছেলে কিশোর গ্যাং লিডার মোহন (২০), একই এলাকার বানু মাঝির বাড়ীর মৃত সাহাব উদ্দিনের ছেলে মোঃ মাইন উদ্দিন (৩৬) ও মিয়া মাঝি (৪৫)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড ইদ্রিছিয়া রোডে আমেরিকা প্রবাসী আনোয়ার হোসেন সোহেল একটি ভবন নির্মান কাজ আরম্ভ করে। কিশোর গ্যাং লিডার মোহনসহ আসামীরা এপ্রিল মাসের ১০ তারিখে ওই ভবনটির নির্মান কাজে ৫০হাজার টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না পেয়ে নির্মান কাজ বন্ধ করে দিয়ে নির্মান কাজে তদারককারী মামলার বাদী নুরনবী ও ঠিকাদার মিশনকে হত্যার হুমকি দেয় তারা। এপ্রিল মাসের ১৫ তারিখে নির্মান কাজে তদারককারী নুরনবী অনোন্যপায় হয়ে ওই তিন চাঁদাবাজকে দাবীকৃত ৫০ হাজার টাকা প্রদানের পর ভবন নির্মানের কাজ আরম্ভ করে। এঘটনা স্থানীয় ভাবে জানাজানি হলে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নির্দেশে এ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ তিন আসামীর মধ্যে মাইন উদ্দিনকে গ্রেফতার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলায় তিন আসামীর মধ্যে মাইন উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ক্রয়-বিক্রয়সহ থানায় বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।