ব্রেকিং:
১০০ কোটি টাকার তহবিল গঠন করবে সরকার সংকট উত্তরণের বাজেট বিমানে মন্ত্রী-সচিবদের প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত পিপিপি’র পাইপলাইনে নতুন ১৩ মেগা প্রকল্প সরকারের পদক্ষেপে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি রোধ হয়েছে প্যানেল স্পিকার হলেন কুমিল্লার প্রাণ গোপাল দত্ত ও আঞ্জুম সুলতানা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও বিনিয়োগ করুন সরকারের ঋণ কমেছে ২৩ হাজার কোটি টাকা জাতীয় গ্রিডে যুক্ত হলো দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩০ জেলে আটক চাটখিলে সরকারি সহায়তা পেল ৭১ পরিবার সুবর্ণচরে বিস্ফোরক মামলায় যুবদল নেতা কারাগারে হাতিয়ায় ৯ মণ সামুদ্রিক মাছসহ ৩০ জেলে আটক রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো গৃহবধূর ফেনসিডিল মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড ল্যাব ফাউন্ডেশন কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার কমিটি নাঙ্গলকোটে সুইপারের লাশ উদ্ধার কুবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে অভিমানে জঙ্গলে ১৭ বছর মুক্তিযুদ্ধে ভিপি শাহআলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে
  • শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৮ ১৪৩০

  • || ১১ জ্বিলকদ ১৪৪৪

‘বুকে হাত দিয়ে বলতে পারব, কোনো সরকারি বরাদ্দ তছরুপ করি নাই’

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৮ মে ২০২৩  

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারব, কোনো সরকারি বরাদ্দ তছরুপ করি নাই। আমার কোনো নেতাকর্মীকে তছরুপ করতে দেই নাই। ২০টি প্রাথমিক বিদ্যালয় হয়েছে আরও হচ্ছে। উন্নয়ন অব্যাহত থাকবে। আমি উন্নয়নে বিশ্বাসী। আমার জনগণ উন্নয়ন দেখে আগামীতে নৌকাকে জয়যুক্ত করবেন। কেননা যতদিন শেখ হাসিনার হাতে দেশ ততদিন নিরাপদ বাংলাদেশ। 

রোববার (৭ মে) বিকেলে চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে চাটখিল-সোনাইমুড়ীতে নবনির্মিত ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এমপি ইব্রাহিম বলেন, প্রাথমিক বিদ্যালয় হলো শিক্ষার ফাউন্ডেশন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে প্রাথমিকে শতকরা ৬১ শতাংশ শিক্ষার্থী ভর্তির রেকর্ড ছিল। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে শতভাগ শিশু স্কুলে যাচ্ছে। সরকারের গৃহীত সিদ্ধান্তের কারণে দেশ সাফল্য ও সফলতার দিকে এগিয়ে চলেছে।
 
এমপি ইব্রাহিম আরও বলেন, বর্তমান সরকার অনলাইনে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষা কাজকে আরও সহজতর ও আধুনিকায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনার ভূমিকা আজ প্রতিষ্ঠিত।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিনে চাটখিল-সোনাইমুড়ীর ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শেষ হয়। শনিবার (৬ মে) ও রোববার (৭ মে) দুই দিনব্যাপী পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন। 

বিদ্যালয়গুলো হলো, সোনাইমুড়ী উপজেলার কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারাহিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিতাষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাটখিল উপজেলার বাদুলী মোল্লাপত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াধর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কল্যাণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মমিনপুর তরিকউল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য-ঘাটলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মাদপুর জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালংমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।  

এসব অনুষ্ঠানে সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল, সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন, চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, সোনাইমুড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমরান হোসেন, চাটখিল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সোনাইমুড়ী এলজিইডি উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হক, চাটখিল এলজিইডি উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ রাকিবুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।