ব্রেকিং:
শিশুকে ১০ টাকা দিয়ে ছবি তোলা প্রথম আলোর গর্হিত অপরাধ : বিজ্ঞ মহল এক বছরে বাংলাদেশী পোশাক আমদানি বেড়েছে ৫২% স্বল্পোন্নত থেকে টেকসইয়ে উত্তরণে বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ নির্বাচনী ট্রেনে ইসির যাত্রা খুলনা-মোংলা রেলপথ - সুবর্ণভূমির হাতছানি গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারি হাসপাতালে চালু হলো বৈকালিক স্বাস্থ্যসেবা ভিয়েতনামের সঙ্গে আরও জোরালো সম্পর্ক চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সক্রিয় হচ্ছেন নির্বাচনী কূটনীতিতে মুখ দেখে নয় মনোনয়ন মিলবে জনপ্রিয়তায় চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা কুমিল্লায় ফেনসিডিল-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক লক্ষ্মীপুরে ৫০ অসহায় পরিবার পেল ১০ দিনের খাদ্যসামগ্রী রোগীর শরীরে ভুল রক্ত ট্রান্সফিউশনের অভিযোগ কুমিল্লার চৌদ্দগ্রামে যত্রতত্র পশু জবাই রাষ্ট্রীয় মর্যাদায় ভিপি শাহ আলমের দাফন চাঁদপুরে জাতীয় শিক্ষাক্রমের উপর প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ শাহরাস্তিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করায় প্রতিবাদ সমাবেশ চলতি মৌসুমে চাঁদপুরে সরবরাহ বেড়েছে দক্ষিনাঞ্চলের তরমুজ
  • শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষ পান

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

নোয়াখালীর হাতিয়ায় বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে বিবি মরিয়ম (১৯) নামে এক তরুণী।

উপজেলার নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রবাসী আবুল কালাম খানসাবের বাড়িতে এই ঘটনা ঘটে।

শনিবার (১১ মার্চ) রাতে আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় রাতে পুলিশ প্রবাসীর মা ও বোনকে আটক করে থানায় নিয়ে যায়।

আত্মহত্যার চেষ্টা করা তরুণী উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর গুল্লাখালী গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের মেয়ে।

তরুণীর বড় বোন মর্জিনা বেগম জানান, ওমান প্রবাসী আবুল কালামের সঙ্গে তার বোনের দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছে। মোবাইলে তাদের প্রতিদিন কথা হতো। গত ৯ মার্চ আবুল কালাম দেশে আসেন। শনিবার তারা দুজন হাতিয়া উপজেলা সদরে দেখা করেন। কিছু সময় এক সঙ্গে থাকার পর, কিছু না বলে আবুল কালাম বাড়িতে চলে যান।

তিনি আরও জানান, বিকেলে মরিয়ম তাকে নিয়ে আবুল কালামের বাড়িতে যায়। তাদেরকে দেখে আবুল কালামের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে এই সম্পর্ক মেনে নিবেন না বলে তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলেন। বাড়িতে অবস্থান করা আবুল কালাম আগেই পালিয়ে যান। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালামের পরিবারের সদস্যরা দুই বোনকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মরিয়ম। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদ সাইফুল্লা জানান, তরুণী পেটে ইদুরের ওষুধ পাওয়া গেছে। তার শরীরের আঘাতের চিহ্ন আছে। এখনো সে শঙ্কা মুক্ত নয়।

নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খালেদুল হাই শাহীন জানান, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েটি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে।

এদিকে, মরিয়মের বোন মর্জিনা বেগম এই ঘটনায় প্রবাসী আবুল কালাম ও তার পরিবারের ৬ সদস্যকে আসামি করে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এই ঘটনায় প্রবাসীকে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।

এই ব্যাপারে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, হাসপাতালে ভর্তি তরুণীর সঙ্গে কথা হয়েছে। এই ঘটনায় তার বোন থানায় অভিযোগ দিয়েছেন। জিজ্ঞাসাবাদ করার জন্য প্রবাসীর মা ও বোনকে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।