ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কলেজছাত্রী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৪ মার্চ ২০২২  

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কলেজছাত্রী শাহনাজ পারভিন প্রিয়তা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা।

গ্রেফতাররা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জমিন মাঝি বাড়ির মকবুল আহমেদের ছেলে অটোচালক ২৮ বছর বয়সী মো. রুবেল ও চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজিবুল হক মাস্টার বাড়ির মজিবুল হকের ছেলে ৩০ বছরের মমিনুল হক ফারুক। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন অটোচালক রুবেল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচর উপজেলার চররশিদ গ্রামে অভিযান চালিয়ে নিজ শ্বশুরবাড়ি থেকে শুক্রবার ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেন তিনি। তার গলার নিচে ভুক্তভোগীর নখের আঁচড়ের দাগও ছিল। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর প্রতি তার কুদৃষ্টি ছিল বলেও জানান রুবেল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঘটনার রাতে রুবেলের অটোরিকশায় ওঠেন ভুক্তভোগী তরুণী। এরপর সোজা পথে না গিয়ে কবরস্থানের পাশে সড়ক দিয়ে ঘটনাস্থলের দিকে যেতে থাকেন রুবেল। প্রতিবাদ করলে তরুণীর নানাবাড়ি যাওয়ার সবচেয়ে সহজ পথ এটি বলে জানান তিনি।

সন্দেহ হলে ক্ষেতের আইল ধরে হাঁটা শুরু করেন ভুক্তভোগী তরুণী। এরপর পেছন থেকে তরুণীর মুখ চেপে ধরেন রুবেল। ধস্তাধস্তির একপর্যায়ে তরুণী কাবু হয়ে পড়লে ওড়না দিয়ে মুখ বেঁধে একাধিকবার ধর্ষণ করেন রুবেল। এতে দম আটকে মারা যান ভুক্তভোগী তরুণী।

পুলিশ জানায়, মারা যাওয়ার পর ভুক্তভোগীর মুঠোফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন রুবেল। পথে জামাইয়ের টেক মোড়ের মসজিদের পাশে ক্ষেতের মধ্যে সিমকার্ড খুলে মুঠোফোনটি ভেঙে ফেলেন।

গ্রেফতারের পর রুবেলের দেওয়া তথ্যমতে তরুণীর ব্যবহৃত মুঠোফোন ও দুটি ভাঙা সিমকার্ডসহ অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ১ মার্চ মামলা করেন ভুক্তভোগীর বাবা। 

২৮ ফেব্রুয়ারি দুপুরে বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ধানক্ষেত থেকে শাহানাজ পারভিন প্রিয়তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রিয়তা বসুরহাট মডার্ন হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশ্রাফপুর গ্রামের ফেঞ্জু মিয়া বাড়ির নূরুন্নবীর মেয়ে ও বসুরহাট সরকারি মুজিব কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।