ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২১ মে ২০২১  

নোয়াখালীর সদর উপজেলার নাপিতের পোল এলাকার উডল্যান্ড হসপিটালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতাল কতৃপক্ষ অভিযোগটি অস্বীকার করেছে।

তবে এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর করেছেন নবজাতকের স্বজনরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী পরিবারটি নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফতেপুর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে চিকিৎসকের অবহেলার কারণে মৃত্যুর এই ঘটনা ঘটে।  নবজাতকের স্বজনেরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রসূতি সুবর্ণা আক্তারের স্বামী মো. নাজমুল হাসান অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার স্ত্রী সুবর্ণা আক্তারকে মাইজদী শহরের উডল্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। ভর্তির পর আল্ট্রাসনোগ্রাম করে জানানো হয় পানি একটু কম আছে, আর সব কিছু ঠিক আছে। রাত ৮টায় সিজার অপারেশন করবেন ডা. হেমা সানজিদ। কিন্তু রাত ৮টায় সিজার অপারেশন করার জন্য চিকিৎসক যথা সময়ে আসেননি। দেড় ঘণ্টা পরে রাত সাড়ে ৯টার দিকে গাইনি চিকিৎসক ডা, হেমা সানজিদ সিজার করলে নবজাতকের মৃত্যু হয়।

নবজাতকের মৃত্যু হলে ডাক্তার জানান, দুপুরে ফ্রি ছিলাম দুপুরে সিজার করলে ভালো হতো। এখন ডাক্তার দোষ চাপাচ্ছেন হাসপাতাল কতৃপক্ষের ওপর। হাসপাতাল কতৃপক্ষ দোষ চাপাচ্ছেন ডাক্তারের ওপর। এই নিয়ে একে অপরের সঙ্গে বাগবিতণ্ডা করেন।
 
প্রসূতির স্বামী নাজমুল অভিযোগ, যথাসময়ে সিজারিয়ান অপারেশন না করায় নবজাতক শিশুটি মারা যায়। চিকিৎসকদের অবহেলার কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ৩টার দিকে উডল্যান্ড হসপিটালে দুই পক্ষকে নিয়ে এ ঘটনায় একটি বৈঠক ডাকা হয়েছে। চিকিৎসকের এ দায়িত্বে অবহেলার বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।

উডল্যান্ড হসপিটালের মালিক মিজানুর রহমান জানান, নবজাতক শিশুটি পেটেই মারা যায়। চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়নি।  

নোয়াখালী সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার জানান, চিকিৎসকের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ পেয়েছি। নবজাতক মৃত্যুর বিষয়ে চিকিৎসক বা নার্সদের কোনো অবহেলা থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সুধারাম থানার ওসি মো.সাহেদ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।