ব্রেকিং:
দাবি ভোক্তা অধিদপ্তরের ‘কেজিতে ১০০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম’ সৌদি আরবে বাস উল্টে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক রায়পুরে অসহায়-দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ ফেনীতে কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতে ৭ বছর সময় পাচ্ছে রাজনৈতিক দলগুলো চুক্তিভিত্তিক চাষাবাদে বাংলাদেশিদের জমি দিতে রাজি মৌরিতানিয়া তিন মাস আগেই পূর্বাভাস পাবেন কৃষকরা দুর্নীতির দায় নিতে হবে ব্যাংকারদের যে কোনো পর্যায়ে নির্বাচন বন্ধের ক্ষমতা পেতে যাচ্ছে ইসি জুনেই ট্রেন চলবে পদ্মায় ২৪ দিনে রেমিট্যান্স ১৬০ কোটি ডলার অগণতান্ত্রিক দল কীভাবে গণতন্ত্র দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে বাইডেনের শুভেচ্ছা ৩০ মার্চ থেকে হাসপাতালেই ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা ভারতের পররাষ্ট্র নীতির শক্তিশালী স্তম্ভ বাংলাদেশ —এস জয়শংকর ট্রাউজারের সিংহভাগই সরবরাহ করছে বাংলাদেশ প্রতি জেলায় মা ও শিশু হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জঙ্গিবাদ নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ হয়ে আগরতলা থেকে ট্রেন যাবে কলকাতায় অর্থনৈতিক উন্নয়ন অসাধারণ অর্জন বাংলাদেশের
  • বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

চিকেন ক্যাসুনাট সালাদ তৈরির রেসিপি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২  

মুখরোচক ক্যাসুনাট সালাদ খেতে পছন্দ করেন অনেকেই। রেস্টুরেন্টে এই সালাদ খেতে গেলে গুনতে হয় অনেকগুলো টাকা। আবার তাতে পরিমাণও থাকে কম। মন ভরে খাওয়া হয় না। সেইসঙ্গে স্বাস্থ্যকর কি না সেই সন্দেহ তো থেকেই যায়। এর বদলে বরং ঘরেই তৈরি করে নিতে পারেন। তাতে খরচ তো বাঁচবেই, হবে স্বাস্থ্যকরও। চলুন তবে জেনে নেওয়া যাক চিকেন ক্যাসুনাট সালাদ তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

 

হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ

চিংড়ি- আধা কাপ

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

লবণ- স্বাদ মতো

রসুন বাটা- আধা চা চামচ

আদা বাটা- আধা চা চামচ

পাপরিকার গুঁড়া/লাল মরিচের গুঁড়া- আধা চা চামচ

ডিম- ১টি

তেল- পরিমাণমতো

কাজুবাদাম- আধা কাপ

চিলি সস- আধা কাপ

টমেটোর সস- আধা কাপ

সয়া সস- ১ টেবিল চামচ

ভিনেগার- আধা চা চামচ

সিসিমি অয়েল- আধা চা চামচ

গোলমরিচের গুঁড়া- স্বাদমতো

চিনি- সামান্য

সবজি (টমেটো, শসা, সবুজ ও হলুদ ক্যাপসিকাম)- ১ কাপ

কাঁচা মরিচ- স্বাদমতো

ধনিয়া পাতা- আধা কাপ

লেবুর রস- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

মুরগি, চিংড়ি, কর্ণ ফ্লাওয়ার, লবণ, রসুন বাটা, আদা বাটা, পাপরিকার গুঁড়া ও ডিম একসঙ্গে মাখিয়ে নিন। এবার একটি প্যানে পরিমাণমতো তেল গরম করে এই মুরগি ও চিংড়ির মিশ্রণ হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে যেটুক তেল থাকে তাতেই কাজুবাদাম হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে তুলে রাখুন।

সালাদ পরিবেশনের পাত্রে চিলি সস, টমেটোর সস, সয়া সস, ভিনেগার, সিসিমি অয়েল, গোলমরিচের গুঁড়া, চিনি ও সবজি দিয়ে দিন। এবার কাঁচা মরিচ, ধনিয়া পাতা, কাজুবাদাম দিন। সবকিছু মেখে তাতে ভেজে রাখা মুরগি, চিংড়ি, কাজুবাদাম দিয়ে মাখিয়ে নিন। লেবুর রস দিয়ে দিন। এই সালাদ ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন। এটি এমনি খেলেও ভালো লাগে।