ব্রেকিং:
ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ভারতের ইমিগ্রেশন নিয়ে অভিযোগের শেষ নেই

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

পদ্মা সেতু চালুর পর ভারতের পশ্চিমবঙ্গে যেমন বাংলাদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে তেমনি ভারত থেকেও বাংলাদেশে আসার প্রবণতাও বেড়েছে। দুই দেশের মানুষের মধ্যে সংযোগ তৈরিতে পদ্মা সেতুর ভূমিকা শুরু থেকে আলোচিত। তবে ভারতের ইমিগ্রেশন ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই। যদিও বিষয়টি নিয়ে কাজ চলছে বলে দাবি করেছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন আন্দালিব ইলিয়াস।

২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর দ্বার উন্মোচন হয়। এর পরপরই বাড়তে থাকে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। আগে যেখানে গড়ে ৩ থেকে ৫ হাজার পর্যটক পেট্রোপোল সীমান্ত পাড়ি দিতেন, সেখানে এখন গড়ে ৭ থেকে ১০ হাজার মানুষ ভারতে ঢুকছে।

শুধু বাংলাদেশি পর্যটকের সংখ্যাই বাড়েনি। ভারতীয়দেরও বাংলাদেশে যাওয়ার প্রবণতা বেড়েছে। গত তিন মাসে প্রায় ৩৬ হাজার ভারতীয় কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ভিসা নিয়ে বাংলাদেশে গেছেন, এছাড়াও ত্রিপুরা, আসাম, দিল্লির বাংলাদেশ দূতাবাস ও উপ-দূতাবাসেও বাংলাদেশের ভিসা চাহিদা বেড়েছে।

দুই দেশের মধ্যে পর্যটকের সংখ্যা বাড়লেও বাধ সেধেছে ভারতীয় সীমান্তের ইমিগ্রেশন ব্যবস্থা। বাংলাদেশিদের অভিযোগ, মাত্র ৬ মিনিটে পদ্মা পর হয়ে আসলেও ভারতীয় ইমিগ্রেশনের লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত। সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কলকাতার ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, কিছু সমস্যা রয়েছে এগুলোর অচিরেই সমাধান হয়ে যাবে।

ভারতের বাংলাদেশ মৈত্রি সংঘের সভাপতি শিশির কুমার বাজোরিয়া বলেন, একটা ইমিগ্রেশন আরেকটা কাস্টমস, এগুলোর গতি বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে কলকাতায় ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় পদ্মা সেতুর প্রসঙ্গ উঠে আসে।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাসিম বলেন, বাংলাদেশ থেকে যারা ভারতে যারা যাবে বা ভারত থেকে বাংলাদেশে যারা আসবে, পশ্চিমবঙ্গ থেকে যারা যাবে, আগরতলা, মেঘালয় আসাম থেকে যারা যাবে তারা সবাই এর সুফল পাবে।

বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ নিয়েও আলেচনা হয়।