ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী আঘাত আসবে এমন আশঙ্কা ছিল: প্রধানমন্ত্রী বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০ ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন আরেক নেতা, লিখলেন ‘আর পারলাম না নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেফতার তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলা চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গিকার দেশে নেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীর, পালিয়েছেন যে রাষ্ট্রে
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

৩ কেএনএফ সদস্যের মরদেহ সমাধিস্থ করলো বান্দরবান পৌরসভা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২১ মে ২০২৪  

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার মধ্যবর্তী দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সঙ্গে কেএনএফ'র মুখোমুখি বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত ৩ কেএনএফ সদস্যদের মরদেহ ময়নাতদন্ত শেষে বান্দরবান পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুর্গম রৌনিনপাড়া এলাকা থেকে পুলিশ গতকাল সন্ধ্যায় লাশ তিনটি রোয়াংছড়ি থানায় নিয়ে আসে। বান্দরবান সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ নিতে কাউকে না পাওয়ায় বিধি অনুযায়ী সোমবার (২০ মে) দুপুরে মরদেহ তিনটি বান্দরবান পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। বেলা ৩টায় পৌরসভার উদ্যোগে বান্দরবানের লাইমিপাড়ায় খ্রিষ্ট্রীয় কেন্দ্রীয় শ্মশানে মরদেহগুলোর বম সমাজের ধর্মীয় যাজকেরা লাশগুলো সমাধিস্থ করেন।

বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, রবিবার (১৯ মে) রোয়াংছড়ি ও রুমা উপজেলার মধ্যবর্তী দুর্গম পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সশস্ত্র সদস্যদের বন্দুক যুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে ‘কেএনএফ’ এর সামরিক শাখা ‘কুকি-চিন ন্যাশনাল আর্মির’ ইউনিফর্ম পরা তিনটি মরদেহ উদ্ধার করে রোয়াংছড়ি থানার পুলিশ সদস্যরা। রবিবার সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। আমরা উপযুক্ত স্বজনের কাছে মরদেহ হস্তান্তরের চেষ্টা করেছি। কিন্তু কেউ তাদের মরদেহ নিতে রাজী না হওয়ায় আইনি বিধান অনুযায়ী ‘বেওয়ারিশ’ হিসেবে সৎকার করার জন্য বান্দরবান পৌরসভাকে হস্তান্তর করেছি।

বান্দরবান পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম জানান, যেকোনো বেওয়ারিশ মরদেহ বান্দরবানে পৌরসভার মাধ্যমে সৎকার ও দাফন সম্পন্ন হয়। এই তিনটি মরদেহগুলো নিতে পরিবারের পক্ষ থেকে কেউ না আসায় পৌরসভার ব্যবস্থাপনায় লাইমিপাড়ায় শ্মশানে খ্রিষ্টীয় ধর্মমতে সমাধিস্থ করা হয়।

প্রসঙ্গত, রোববার (১৯ মে) রোয়াংছড়ি রৌনিন পাড়ার ডোবাছড়া ও রুমার পাইক্ষ্যং পাড়ার সীমান্তবর্তী এলাকার গভীর অরণ্যে কেএনএফ আস্তানা গেড়েছে- এমন খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। সেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফের দু’জন সদস্যের লাশ ও একজনকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তিনিও মারা যান।

পরবর্তীতে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেএনএফের মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্নেল সলোমন তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেন।

তিনি এক বিবৃতিতে দাবি করেন, নিহতরা হলেন- রুমার রৌনিন পাড়ার এডি থাং বম (২৪), ফিয়াংপিদ্যেং পাড়ার রুয়াল সাংনুয়াম বম (২৩) ও একই পাড়ার রুয়ালমিন লিয়ান বম (২০)। তারা তিনজন চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন।

উল্লেখ্য, বান্দরবানে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় মামলায় অভিযুক্ত ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবান জুড়ে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে। এপর্যন্ত মোট ৮৬ কেএনএফ সদস্য ও একজন চাঁদের গাড়ীর চালকসহ মোট ৮৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৫ জন নারী রয়েছেন।

এছাড়া, যৌথ বাহিনীর টহলের ওপর হামলা করতে গিয়ে কেএনএফের এর মোট ১১ জন নিহত হয়েছে।