ব্রেকিং:
রায়পুরে অসহায়-দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ ফেনীতে কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতে ৭ বছর সময় পাচ্ছে রাজনৈতিক দলগুলো চুক্তিভিত্তিক চাষাবাদে বাংলাদেশিদের জমি দিতে রাজি মৌরিতানিয়া তিন মাস আগেই পূর্বাভাস পাবেন কৃষকরা দুর্নীতির দায় নিতে হবে ব্যাংকারদের যে কোনো পর্যায়ে নির্বাচন বন্ধের ক্ষমতা পেতে যাচ্ছে ইসি জুনেই ট্রেন চলবে পদ্মায় ২৪ দিনে রেমিট্যান্স ১৬০ কোটি ডলার অগণতান্ত্রিক দল কীভাবে গণতন্ত্র দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে বাইডেনের শুভেচ্ছা ৩০ মার্চ থেকে হাসপাতালেই ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা ভারতের পররাষ্ট্র নীতির শক্তিশালী স্তম্ভ বাংলাদেশ —এস জয়শংকর ট্রাউজারের সিংহভাগই সরবরাহ করছে বাংলাদেশ প্রতি জেলায় মা ও শিশু হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জঙ্গিবাদ নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ হয়ে আগরতলা থেকে ট্রেন যাবে কলকাতায় অর্থনৈতিক উন্নয়ন অসাধারণ অর্জন বাংলাদেশের দ্রুতই আঞ্চলিক নেতা হয়ে উঠছে বাংলাদেশ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা
  • বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

কসবার খাড়েরায় ইউপি নির্বাচনে ৫২ প্রার্থী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২  

ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাড়েরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। কসবা উপজেলা নির্বাচন অফিসে তারা মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ৩টি সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১১ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। আগামী ২রা নভেম্বর এই ইউনিয়নের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার জাসিদুল ইসলাম জানান-১০ই অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। ১৭ই অক্টোবর প্রত্যাহার এবং পরদিন প্রতীক বরাদ্দ। চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হচ্ছেন- গোলাম কিবরিয়া, মো. মিজানুর রহমান, আবদুল্লাহ, কবির আহম্মদ খান, মো. মোস্তফা কামাল, মো. সেলিম, মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ও মো. মনিরুজ্জামান।

নির্বাচন অফিস জানায়- তাদের মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী একজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দলীয় প্রার্থী আবদুল্লাহ (হাতপাখা)।

এই উপজেলায় আওয়ামী লীগ প্রতীকবিহীন নির্বাচন করছে। সাধারণ ৯টি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৪ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ৩ জন, ৫নং ওয়ার্ডে ৬ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭নং ওয়ার্ডে ৩ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন এবং ৯নং ওয়ার্ডে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৪ জন এবং ৩নং ওয়ার্ডে ২ জন মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, জেলার একশ’ ইউনিয়নের মধ্যে এর আগে ৯৮টি ইউনিয়নের নির্বাচন হয়েছে। এটি ৯৯তম। ১০০ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হবে কুটি ইউনিয়নের নির্বাচনের মধ্য দিয়ে। খাড়েরা ইউনিয়নে ইভিএম-এ ভোট হবে। ইউনিয়নের মোট ভোটার ১৭ হাজার ৪৬। এরমধ্যে পুরুষ ৮ হাজার ৭২৬ আর নারী ৮ হাজার ৩২০। ৯টি কেন্দ্রের ৫১টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ করা হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।