ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নিমিষেই চুরি হয়ে যাচ্ছে সখের মোটরসাইকেল!

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১  

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোটরসাইকেল চোর চক্রের দৌড়াত্ম্য বেড়েছে। নিমিষেই চুরি হয়ে যাচ্ছে মোটরসাইকেল। দূর থেকে আসা রোগী ও তাদের স্বজনদের মোটরসাইকেল হাসপাতাল এলাকায় রেখে ভিতরে প্রবেশ করলেই চুরি হয়ে যায় মোটরসাইকেলটি। এমন ঘটনায় হতাশ হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগীদের মতো তাদেরও দাবি- চোর চক্রটিকে আইনের আওতায় আনা হোক।
গত ২২ সেপ্টেম্বর সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার মকবুল হোসেনের পুত্র সুমন মিয়ার মোটরসাইকেলটি চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, প্যান্ট-শার্ট পরা ভদ্রবেশী তিন ব্যক্তি এই চুরির ঘটনায় অংশ নেয়। তবে তাদেরকে কেউ চিনতে পারছে না। যদিও সিসি ক্যামেরার ফুটেজে তাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে।  
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে- নিরাপত্তার সার্থে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তারপরও চোর চক্রের সদস্যরা মোটরসাইকেল চুরি করে নিয়ে যাাচ্ছে। এদের দুরন্ত সাহস। তাদেরকে শক্তভাবে দমন করা প্রয়োজন। আর পুলিশ বলছে- অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন কুমিল্লার কাগজকে বলেন, হাসপাতালের পুরো এলাকাজুড়ে আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি। সিসি ক্যামেরা থাকার পরেও চুর চক্রের সদস্যরা মোটরসাইকেল চুরি করে নিয়ে যাাচ্ছে। এদের দুরন্ত সাহস। শক্তভাবে দমন করা প্রয়োজন। অন্যথায় হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজন এমনকি আমরাও নিরাপত্তা হীনতায় আছি। আমাদের অনেক স্টাফ মোটরসাইকেলে হাসপাতালে এসে দায়িত্ব পালন করে। আমার অফিসে একটি অভিযোগ দায়ের করেছে আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাকে দিয়ে দিয়েছি।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই বিষয়টি তিনি জানেন না। তার কাছে অভিযোগ এলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।