ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
  • বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

গোপনে শেয়ার বিক্রি, তালিকা করবে ডিএসই

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৩ মে ২০১৯  

গোপনে শেয়ার বিক্রিকারী উদ্যোক্তাদের তালিকা করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নিয়ম অনুসারে ঘোষণা না দিয়ে তালিকাভুক্ত কোম্পানির যেসব উদ্যোক্তা শেয়ার বিক্রি করেছেন তাদেরকে চিহ্নিত করতে এ উদ্যোগ নেয়া হচ্ছে।
ব্যবস্থা নেয়ার জন্য সেই তালিকা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হবে। 

বুধবার ডিএসইতে অনুষ্ঠিত স্টেকহোল্ডারদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সম্মেলনে জানানো হয়, যারা এরইমধ্যে না জানিয়ে ও রাজস্ব ফাঁকি দিয়ে শেয়ার বিক্রি করেছেন তাদের তালিকা করা হচ্ছে এবং যারা এ কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যাখা ও আইনি করণীয় নিয়ে বিএসইসির কাছে আবেদন জানানো হবে।

আর যারা রাজস্ব ফাঁকি দিয়েছেন, সেই রাজস্ব কীভাবে আদায় করা যায় সে ব্যাপারেও বিএসইসির কাছে আবেদন করা হবে। বিভিন্ন উদ্যোক্তাদের শেয়ার বিক্রি করে চলে যাওয়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। উদ্যোক্তাদের শেয়ার বিক্রি করতে হলে অবশ্যই স্টক এক্সচেঞ্জকে জানাতে হয় এবং কর পরিশোধ করতে হয়। কিন্তু বেশ কিছু সময় ধরে লক্ষ্য করা যাচ্ছে কিছু উদ্যোক্তা স্টক এক্সচেঞ্জকে না জানিয়ে এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে শেয়ার বিক্রি করছে।

এতে বলা হয়, বর্তমানে অনেকগুলো কোম্পানি লক্ষ্য করলে দেখা যায় যাদের বোর্ডে ৩০ শতাংশ শেয়ার এবং অনেক পরিচালকদের ব্যক্তিগতভাবে ২ শতাংশ শেয়ার নেই, কিন্তু তারা বোর্ডে দায়িত্ব পালন করছেন। আইনের সংস্কার করা হলেও তা যথাযথভাবে পালন করা হচ্ছে না। তাই আইনের সংস্কার যাথাযথভাবে পালন এবং এ বিয়য়ে আর কঠিন কিছু সিদ্ধান্ত নিয়ে তারা বাংলাদেশ ব্যাংকের কাছেও আবেদন করবেন বলে জানান।

এছাড়া ১০ শতাংশের বেশি শেয়ার ক্রয়ের ক্ষেত্রে যে আইনি বাধ্যবাধকতা আছে তা সংশোধনের জন্যও তারা বিএসইসির কাছে তুলে ধরবেন। ভবিষ্যতে চারটি সংগঠন পুঁজিবাজার উন্নয়নের আরো অনেক বিষয় নিয়ে একত্রভাবে কাজ করবে বলে জানান।

বৈঠকে ডিএসই ছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতারা অংশ নেন।