ব্রেকিং:
ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর
  • শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

প্রশান্তি পেতে মেঘনার তীরে হাজারো মানুষ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪  

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ভাঙন কবলিত মেঘনার তীরে পানির চলাচল আর দক্ষিণা বাতাসের প্রশান্তি পেতে হাজারো মানুষ সেখানে প্রতিনিয়ত ভিড় করছেন। শহর থেকে ছুটে গিয়ে মেঘনা নদীর ভাঙা তীরে গিয়ে শান্তির বাতাস নিচ্ছেন অনেকে। 

ভাঙা নদীর তীর যেন এখন পর্যটনের বেলাভূমি। প্রতিদিনই সেখানে পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। ঈদ এবং তার পরবর্তীতেও হাজারো মানুষের আনাগোনা থাকে ওইসব এলাকায়। মতিরহাট ঘেষে মেঘনা তীর এখন অঘোষিত পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। নদীর তীরে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রশান্তির ছাপ স্পষ্ট করে পর্যটকরা। 

কমলনগরের মতিরহাট, পাটোয়ারী হাট, চর লরেন্স, সাহেবের হাটসহ ভাঙন কবলিত বেশ কয়েকটি এলাকায় এখন পর্যটনের উপযুক্ত স্থান বলে মনে করেন অনেকে। তবে সরকার ঘোষিত কোনো পর্যটন এলাকা নয়। বিভিন্ন মৌসুমী ঈদে মানুষের ঢল নামে এসব এলাকায়। পরিবার-পরিজন নিয়ে প্রতিদিনই ঘুরতে আসে সব বয়সী মানুষ। সবুজ ঘাস আর ফসলিমাঠে চোখ জুড়িয়ে যায়।

অন্যদিকে ট্রলারযোগে নদী ভ্রমণ করে ভ্রমণ প্রেমিরা। শুটিং স্পট হিসেবে কেউ কেউ সেলফি ছবি তোলার পাশাপাশি টিকটক ভিডিও কনটেন্টও বানায় এখানে। দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভিড় থাকে। কোলাহল থেকে বেরিয়ে নদীর পাড়ে গিয়ে কিছুটা স্বস্তি নিচ্ছেন তারা। 

এক সময় শত শত বসত বাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা, হাজার হাজার একর জমি ছিল এখানে। নদীর রাক্ষসী গ্রাসে বিলীন হয়ে যায় এসব এলাকা। স্থানীয়রা বলছেন প্রায় ৩০ কিলোমিটার দূরে ছিল এই নদী। ভাঙতে ভাঙতে এ পর্যন্ত এসে ঠেকেছে। যদিও এরইমধ্যে কাজ শুরু হয়েছে নদীর তীর রক্ষা বাঁধ। নির্মিত নদীর তীর রক্ষা বাঁধকে ঘিরেও পর্যটনের অপার সম্ভাবনার হাতছানি দিচ্ছে। 

এদিকে পর্যটকদের কেন্দ্র করে স্থানীয়ভাবে বেশ কয়েকটি দোকানপাট বসিয়েছিস স্থানীয়রা। তাদের ব্যবসা ও জমজমাট হয়ে উঠেছে। পর্যটকদের নদীতে ঘোরাঘুরির জন্য তৈরি হয়েছে অনেকগুলো ইঞ্জিন চালিত নৌকা। এতে করে স্থানীয়দের আয়ের উৎস হয়েছে। ট্রলার ভাড়ায় সংসার চলে অনেকের। 

সরেজমিন দেখা যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবার পরিজন নিয়ে পরিবারের প্রধান কর্তা, বন্ধু বহর, কাপল, প্রেমিক প্রেমিকা ঘুরে বেড়াচ্ছেন নদীর তীরে। কেউবা ট্রলার যোগে নদী ভ্রমণ করছেন কেউবা কৃষকের চাষাবাদ ফসলি জমিতে দোল খাচ্ছেন। শিশু নারী থেকে সব বয়সী পর্যটকের দেখা মিলে সেখানে।

স্থানীয়রা বলছেন, প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে লোকজন সেখানে ঘুরে বেড়ায়। ছুটির দিনের পাশাপাশি ঈদেও উপচে পড়া ভিড় থাকে এখানে। এটা এখন অঘোষিত পর্যটন কেন্দ্র। সরকারিভাবে এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়ে সেই রূপ দাঁড়ানোর জন্য দাবি করেন এলাকাবাসী। 

জেলা শহর থেকে ঘুরতে আসে আব্দুল্লাহ বলেন, যানজটের শহর ছেড়ে কোলাহলমুক্ত পরিবেশ সবার পছন্দ। তাই নদীর পাড়ে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছি। অনেকটাই মিনি কক্সবাজারের মতো। খুবই প্রশান্তি পাচ্ছি। তবে এটিকে পর্যটন হিসেবে ঘোষণা করলে মানুষের উপস্থিতি আরো বাড়বে। পাশাপাশি সরকারেও রাজস্ব বাড়বে। 

পাটোয়ারী হাট ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বলেন, বেশ কয়েকটি এলাকা নিয়ে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সুন্দর পরিবেশে আনন্দ উপভোগ করতে মানুষ ছুটে আসে। তবে পরিকল্পিতভাবে এটিকে পর্যটন হিসেবে ঘোষণা করলে পর্যটকরা যেমন উপকৃত হবে পাশাপাশি সরকারও রাজস্ব পাবে।