ব্রেকিং:
রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি
  • রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

‘মাশরাফি সত্যিকারের একজন যোদ্ধা’

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০১৯  

বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি বুধবার জানালেন, মাশরাফি মুর্তজা সত্যিকারের একজন যোদ্ধা। এবার নাজমুল হাসানের সঙ্গে মাশরাফিও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এমপি হওয়া মাশরাফিকে নিয়ে রোমাঞ্চিত নাজমুল। নতুন বছরে ঘরোয়া ক্রিকেটের অনিয়ম দূর করার দিকে মনোযোগ দেবেন বলে জানালেন বিসিবি সভাপতি-

প্রশ্ন : এমপি হয়ে বিশ্বকাপে খেলা মাশরাফি জন্য কতটা চ্যালেঞ্জিং?

নাজমুল : এটি তো একটি সাংঘাতিক ব্যাপার। আগে কখনও শুনিনি যে একজন সংসদ সদস্য মাঠে ক্রিকেট খেলছে এবং অধিনায়কত্ব করছে। সুতরাং বিষয়টি পুরোপুরি নতুন হবে এবং আমি অনেক রোমাঞ্চিত এ নিয়ে। মাশরাফি রাজনীতিতে এসেছে এবং সে অনেক বেশি সিরিয়াস। তবে কি হব, পদ নেব- এই ধরনের চিন্তা নেই। শুধু এলাকার উন্নায়ন নিয়ে চিন্তা তার। আজও (বুধবার) আমার সঙ্গে যতক্ষণ ছিল ততক্ষণ এলাকার জন্য এটা লাগবে, ওটা লাগবে এসব বলেছে। একই সঙ্গে সে খেলার প্রতিও সতর্ক। সে যে সারাক্ষণ ক্রিকেটেই আছে এতে কোনো সন্দেহ নেই। কারণ ও একদম ওখান থেকে সরাসরি অনুশীলনে চলে গেছে। যে কোনো সময় সে অবসরে চলে যেতে পারে। সেদিক থেকে চিন্তা করে আমরা চাই যতদিন সে খেলতে পারে খেলুক। আর সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন পারফরম্যান্স কেমন হবে সেটি জানি না, কিন্তু সে যে চেষ্টা করবে তাতে কোনো সন্দেহ নেই। কারণ ও হচ্ছে সত্যিকারের একজন যোদ্ধা।

প্রশ্ন : ২০১৯ সালের চ্যালেঞ্জ।

নাজমুল : ২০১৮ সালটা আমাদের জন্য দারুণ একটি বছর ছিল। অবশ্য গত চার-পাঁচ বছর ধরেই ছেলেরা যে পারফরম্যান্স করছে তাতে আমরা সন্তুষ্ট। একটি জিনিস প্রমাণিত হয়েছে যে দেশে এবং উপমহাদেশে এখন আমরা যে কাউকে হারাতে পারি। পরবর্তী ধাপটি আরও কঠিন। আর সেটি হল দেশের বাইরে ভালো করা। বাইরে বলতে যখন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে। সেদিক থেকে আমি বলব যে ২০১৯ সালটা বেশ কঠিন হবে।

প্রশ্ন : টেস্ট নিয়ে ভাবনা।

নাজমুল : নতুন বেশ কিছু খেলোয়াড়কে আমরা যোগ করেছি। তাদের দেখার চেষ্টা করেছি। এর পেছনে একটাই কারণ- টেস্টের জন্য আলাদা দল করা। একই সঙ্গে আমরা টি ২০তেও আলাদা দল করতে চাই। টি ২০ বিশেষজ্ঞ খেলোয়াড় পাওয়ার জন্য প্রধান কোচ স্টিভ রোডস বিপিএল দেখবেন।

প্রশ্ন : ঘরোয়া ক্রিকেটে অনিয়ম ঠেকাতে বিসিবির করণীয়?

নাজমুল : এক সময় বিপিএল নিয়ে ঝামেলা ছিল। তা দূর করার চেষ্টা করেছি, মোটামুটি হয়েছে। প্রিমিয়ার ডিভিশন নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু গত বছর কোনো বিতর্ক হয়নি। আমাদের এখন আরও নিচে যেতে হবে- যেমন প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ ক্রিকেট। আম্পারিংয়ে বিশেষ মনোযোগ দিতে হবে। আম্পায়ারিং যদি ঠিক করতে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর সবই আসলে ক্লাবভিত্তিক। সুতরাং স্বাভাবিকভাবে তাদের দাপট থাকে। বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে, আম্পায়ারিং সুষ্ঠু হয়, যদি আমি শক্ত থাকি বা ওরা যদি আমার কাছ থেকে সাহস পায়, তাহলে সব ঠিক হয়ে যাবে। এছাড়া আরও অনেক অভিযোগ আছে, যা দূর করা সহজ কাজ নয়। উন্নতি হচ্ছে, নিচের পর্যায়েও হবে। আরও তিন বছর যদি ক্রিকেটের সঙ্গে থাকি, তাহলে কোনো জায়গায় ছাড় দেয়া হবে না। দুর্নীতি অনেক জায়গায় থাকে। একদিনে সব ঠিক করা যাবে না। এগুলো ঠিক করতে হবে উপর থেকে। নিচ থেকে নয়। আমি সেভাবেই এগোনোর চেষ্টা করছি। আম্পায়ারিংও তেমনই। আউট না হলে যদি আউট দেয়া হয়, তাহলে তো হবে না।