ব্রেকিং:
নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা
  • রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশি ডিভাইস দিয়ে কেনা-বেচা হচ্ছে অতিরিক্ত সৌরবিদ্যুৎ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০  

বাংলাদেশের গ্রামগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই। জাতীয় বিদ্যুৎ গ্রিডের বাইরে থাকা বাড়িগুলোতেই মূলত সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। দেশের প্রায় ৫০ লাখ বাড়িতে রয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা। তবে এই সৌরবিদ্যুৎ বেচা-কেনা হচ্ছে দেশের অন্তত ১৩টি গ্রামে।

সোলার প্যানেল থেকে বিভিন্ন বাড়িতে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তা একটি ব্যাটারি স্টোরেজে জমা হয়। কিন্তু একবার সেই ব্যাটারির ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে গেলে সোলার প্যানেলের বাকি বিদ্যুৎ আর জমা হয় না। এর ফলে প্রচুর সৌরবিদ্যুৎ নষ্ট হয়৷

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত গ্রামের মানুষ তাদের ঘরে যে সোলার প্যানেল স্থাপন করেন, তাতে উৎপাদিত বিদ্যুতের ৩০ শতাংশ অব্যবহৃত থাকে। অর্থাৎ সোলার প্যানেল থেকে উৎপন্ন বিদ্যুৎ ব্যাটারির স্টোরেজে জমা হয়। কিন্তু একবার সেই ব্যাটারির ধারণক্ষমতা পূর্ণ হয়ে গেলে সোলার প্যানেলের বাকি বিদ্যুৎ আর জমা হয় না।

 

দেশের প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই। ছবি: সংগৃহীত

দেশের প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই। ছবি: সংগৃহীত

আর এই অব্যবহৃত বিদ্যুতের যেন অপচয় না হয়, এটা বিক্রি করে অন্যের চাহিদা যেন মেটানো যায়—এমন ভাবনা থেকে এই সৌর বিদ্যুৎ ভাগাভাগির কাজটি শুরু করে সোলশেয়ার নামে বাংলাদেশি একটি স্টার্টআপ। তাদের তৈরি সোলবক্স মিটার নামের একটি ডিভাইস দিয়েই কাজটি হচ্ছে।

সোলশেয়ারের প্রকল্প পরিচালক সালমা ইসলাম বলেন, ‘আমরা এমন এক ডিভাইস তৈরি করেছি যাতে বাড়তি বিদ্যুৎ জমা রাখা যাবে এবং এটা বিক্রি করে মানুষ অর্থও উপার্জন করতে পারবে। কেউ যদি ডিভাইসটি স্বয়ংক্রিয় মোডে রাখেন, ব্যাটারি পূর্ণ হওয়ার পর বাড়তি বিদ্যুৎ নিজে নিজেই বিক্রি হতে থাকবে।’

সৌরবিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে এই ডিভাইস সংযুক্ত করলে বাড়তি বিদ্যুৎ একটি মাইক্রোগ্রিডে সরবরাহ করা যাবে। অন্য সোলশেয়ার ব্যবহারকারীরা এই গ্রিড থেকে চাইলে বাড়তি বিদ্যুৎ কিনতেও পারবেন। ফলে বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অপচয় কমানো সম্ভব হবে।

 

সোলবক্স মিটার নামের এই ডিভাইস দিয়ে সৌরবিদ্যুৎ বেচা-কেনা হচ্ছে। ছবি: বিবিসি’র ভিডিও থেকে নেয়া

সোলবক্স মিটার নামের এই ডিভাইস দিয়ে সৌরবিদ্যুৎ বেচা-কেনা হচ্ছে। ছবি: বিবিসি’র ভিডিও থেকে নেয়া

দেশের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ২৭টি মাইক্রোগ্রিড স্থাপন করে তাদের ডিভাইস ইনস্টল করেছে সোলশেয়ার। তাদের তথ্য অনুযায়ী অন্তত তিন হাজার পরিবার এই সৌর বিদ্যুৎ ভাগাভাগির সুবিধা নিচ্ছে, যাদের বেশিরভাগই কৃষক। যেহেতু বেশি টাকা খরচ হচ্ছে না, অপ্রয়োজনীয় বিদ্যুৎ বিক্রি এবং প্রয়োজনে কেনা যাচ্ছে—তাই এই ডিভাইস স্থাপনে আগ্রহ দেখাচ্ছে অনেক এলাকার মানুষ।

যেসব পরিবারের সোলার প্যানেল কেনার টাকা নেই, তারা এই ব্যবস্থায় যুক্ত হয়ে প্যানেল স্থাপন না করেই বিদ্যুৎ কিনতে পারবেন। ব্রিটিশ দাতব্য সংস্থা অ্যাশডেন জলবায়ু সুরক্ষায় উদ্ভাবনী সমাধানের জন্য সোলশেয়ারকে পুরষ্কার দিয়েছে। ২০২১ সালের মধ্যে অন্তত ২০ হাজার মাইক্রোগ্রিড পরিচালনা করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি।