ব্রেকিং:
নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা
  • রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

জেনে নিন কোন দেশে কবে ঈদ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২২ মে ২০১৯  

রহমত, বরকত আর মাগফিরাতের মাস রমজান। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র রমজানের শুরু থেকেই এ দিনটির জন্য বিশ্বজুড়ে অপেক্ষা করে ধর্মপ্রাণ সব মুসলমান।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) বেশির ভাগ ইসলামি রাষ্ট্রগুলোতে ঈদুল ফিতরের দিন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছে।  

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমস জানায়, আইএসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে শাওয়ালের চাঁদ দেখা সংক্রান্ত এক বিবৃতি জারি করেছে। প্রায় ১৪টি দেশের মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান ক্ষেত্রের ২৮ জন বিশেষজ্ঞ বিবৃতিটিতে সই করেছেন। 

আইএসির বিবৃতিতে বলা হয়, ৩ জুন সোমবার সব মহাদেশ থেকে চাঁদ দেখা সম্ভব হবে না। যদি আকাশ পরিষ্কার থাকে, তবে ৩ জুন উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার পশ্চিমাঞ্চলীয় দেশ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। আরব দেশগুলো থেকে ৩ জুন সোমবার চাঁদ দেখা যাবে না। সূর্যাস্তের কিছুক্ষণ পরই এসব দেশ থেকে চাঁদ দেখা যাবে। তাই এদিন ঈদ পালন করা সম্ভব হবে না বলে মনে করছে আইএসি।

৩ জুনে সূর্যাস্তের পাঁচ মিনিট পর সৌদি আরবের মক্কার আকাশ থেকে চাঁদ অদৃশ্য হয়ে যাবে। সূর্যাস্তের ছয় মিনিট পর ইয়েমেনের সানা এবং মিশরের দক্ষিণপশ্চিম অঞ্চল থেকে চাঁদ দেখা যাবে। সূর্যাস্তের পর তিন মিনিটের জন্য রিয়াদের আকাশে চাঁদ দেখা যাবে। সন্ধ্যা ছয়টা ৩৯ মিনিটে সূর্যাস্তের সময় যে চাঁদ দেখা যাবে, সেটি হবে এক ডিগ্রির অর্ধেক। এমনকি এই চাঁদ খালি চোখে দেখা যাবে না।


 
ইরাকের রাজধানী বাগদাদ, বাহরাইনের রাজধানী মানামা, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং কুয়েতের আকাশে সূর্যাস্তের দুই মিনিট পরই চাঁদ উঠে আবার অদৃশ্য হয়ে যাবে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সূর্যাস্তের এক মিনিট আগে চাঁদ দেখা যাবে। কাতারের রাজধানী দোহায় সূর্যাস্তের তিন মিনিট পর চাঁদ দেখা যাবে।

সূর্যাস্তের চার মিনিট পরই জর্ডানের রাজধানী আম্মান, সিরিয়ার রাজধানী দামেস্ক, লেবাননের রাজধানী বৈরুত এবং জেরুজালেমের আকাশ থেকে চাঁদ অদৃশ্য হয়ে যাবে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলি, তিউনিসিয়ার রাজধানী তিউনিসের আকাশে সূর্যাস্তের সাত মিনিট পর চাঁদ দেখা যাবে। এদিকে সূর্যাস্তের আট মিনিট পর সুদানের রাজধানী খার্তুমের এবং ১১ মিনিট পর আলজেরিয়ার দক্ষিণাঞ্চলের আকাশ থেকে চাঁদ অদৃশ্য হয়ে যাবে।

আইএসি জানায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, ব্রুনেই, ওমান ও মরক্কোর মুসলিমদেরকে এই বছর ২৯টি রোজা রাখতে হবে। ৭ মে থেকে রমজান শুরু হওয়া এসব দেশে শাওয়ালের চাঁদ দেখা যাবে ৪ জুন এবং ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ৫ জুন।