ব্রেকিং:
রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি
  • শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বাবা-মায়ের সেবার ব্যাপারে নবীকরিম (সা.) যা বলেছেন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

সন্তান দুনিয়ায় বাবা-মায়ের মাধ্যমে আলোর মুখ দেখে। প্রতিটি বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রমে সন্তান বেড়ে ওঠে, বড় হয়; একটা সময় সে ভালো-মন্দ বুঝতে শিখে। এত কষ্ট করার পর সন্তান অবাধ্য হলেন বাবা-মায়ের দুঃখের অন্ত থাকে না। পবিত্র কুরআনে মহান আল্লাহ ঘোষণা করেন, ‘তোমার পালনকর্তা আদেশ করেছেন, তাকে ছাড়া অন্য কারও ইবাদত করো না এবং পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদের ‘উহ্’ শব্দটিও বলো না (অর্থাৎ তারা কষ্ট পেতে পারে এমন কোনো শব্দ তাদের সামনে উচ্চারণ করা যাবে না)। তাদের ধমক দিও না। তাদের সঙ্গে নরম স্বরে কথা বলো। তাদের সামনে নত হয়ে বসো। এবং তাদের জন্য এই দোয়া করো, ‘হে আল্লাহ! আমার বাবা-মায়ের প্রতি আপনি দয়া করুন, যেমনি তারা শিশুকালে আমার প্রতি দয়া করেছেন।’ [সুরা বনি ইসরাইল, আয়াত ২৩-২৪]।

হাদিস পাকে এরশাদ হচ্ছে, হজরত ইবনে হাকিম (রা.) তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি কার সঙ্গে সদ্ব্যবহার করব? তিনি বললেন, তোমার মায়ের সঙ্গে। আমি জিজ্ঞাসা করলাম, এরপর কার সঙ্গে? তিনি বললেন, তোমার মায়ের সঙ্গে। আমি আবার জিজ্ঞাসা করলাম, তারপর কার সঙ্গে? তিনি বললেন, তোমার মায়ের সঙ্গে। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, তারপর কার সঙ্গে? তিনি বললেন, অতঃপর তোমার পিতার সঙ্গে। এরপর নিকটাত্মীয়তার ক্রমানুসারে সদ্ব্যবহার করবে।

[তিরমিজি শরিফ]। আরেকটি হাদিস বিখ্যাত সাহাবি হজরত ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সা.কে বললাম, হে আল্লাহর রাসুল! সর্বোত্তম কাজ কোনটি? তিনি বললেন, নামাজ যথাসময়ে আদায় করা। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! এরপর কোনটি? তিনি বললেন, পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করা। আমি আবারও জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! এরপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। এরপর রাসুলুল্লাহ (সা.) আমাকে কিছু বলা থেকে নীরব থাকেন। আমি যদি তাঁকে আরও জিজ্ঞাসা করতাম, তবে নিশ্চয়ই তিনি আমাকে আরও জানাতেন। [তিরমিজি]।

এমন আরও অনেক হাদিস দ্বারা বাবা-মায়ের মর্যাদা প্রতীয়মান হয়। আমাদের উচিত, বাবা-মা জীবিত থাকলে তাদের খেদমত করা। আর তারা যদি জীবিত না থাকেন তাহলে তাদের জন্য বেশি বেশি দোয়া করা। কিছু দান-সদকা করে বাবা-মায়ের রুহে সওয়াব পৌঁছানোর চেষ্টা করা। হাদিসে এসেছে, বাবা-মায়ের জন্য তাদের নেক সন্তানের দোয়া আল্লাহ কবুল করে থাকেন।