ব্রেকিং:
নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা
  • রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

অনুষ্ঠানে বাঁশি বাজানো হলো না মনিরের

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৬ জুলাই ২০২২  

নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাসচাপায় মনির হোসেন নামে এক বাঁশি বাদক নিহত হয়েছেন।

 

শনিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার হরিশ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এ দুর্ঘটনায় গুরুতর আহত প্যাড বাদকসহযোগী বোরহান উদ্দিনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মনির হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল এলাকার তোতা মিয়ার ছেলে।  

নিহত মনির ও আহত বোরহান দুজনেই সাংস্কৃতির সংগঠন 'দ্য কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা'র সদস্য ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর কান্তি দে (কিষাণ) মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

 

তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে তারা লাকসামের একটি অনুষ্ঠান শেষ করে কুমিল্লা ফিরছিলেন। হরিশ্চর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেল চাপা দিলে মনির ঘটনাস্থলেই নিহত হন। বোরহানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।  

 

সংগঠনের আরেক সদস্য রাসেল দেওয়ান বলেন, তারা দুইটি বাইকে লাকসামে গিয়েছিল চারজন। পরে দুর্ঘটনার কবলে মনির মারা যান এবং বোরহানকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় তাদের ভৈরবে আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল। সে কারণে আমরা একটি বড় বাস ভাড়াও নিয়েছি। মনির লাকসাম থেকে এলেই ভৈরবের উদ্দেশ্যে রওয়ানা দিতাম। আমরা সবাই যাচ্ছি কিন্তু মনির ভাই যাচ্ছেন না! আমাদের সবচেয়ে বড় সাহস ছিল মনির ভাই। দারুণ বাঁশি বাজাতেন, শো মাতিয়ে রাখতে তার ভূমিকাও ছিল সবচেয়ে বেশি।

 

লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, একটু আগেই আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।