ব্রেকিং:
তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

কাউন্সিলে নারী পদের শর্ত পূরণে নজর আওয়ামী লীগের

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

আগামী অক্টোবরেই আওয়ামী লীগের ২১তম কাউন্সিল করার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। তবে এবারের কাউন্সিলে নারীদের পদে শর্ত পূরণ করতে বেশ নজর দিচ্ছে দলটি। 

আওয়ামী লীগ গণপ্রতিণিধিত্ব ১৯৭২ সালের আদেশ অনুযায়ী ৩৩ শতাংশ নারী বিভিন্ন পদে থাকার কথা থাকলেও গত কাউন্সিলে ১৯ শতাংশ নারীকে বিভিন্ন পদে রাখা হয়। তাই এবারের কাউন্সিলে নারীদের বিভিন্ন পদে রাখার জন্য আলাদা করে পরিকল্পনা করছে দলটি। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

২০১৬ সালের ২০তম কাউন্সিলে নারী পদের শর্ত পূরণ করা না হলেও যেকোনো সময়ের তুলানায় বর্তমানে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ ও নেতৃত্ব অনেক বেশি। এবারের কাউন্সিলেও নারী নেতৃত্বকে গুরুত্বপূর্ণ পদে রাখা হবে বলে জানিয়েছে সূত্রটি। 

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জাম্মেল হক বলেন, জাতীয় কাউন্সিলে নারী নেতৃত্ব নিয়ে আলাদা একটি পরিকল্পনা আছে। আরপিও শর্তপূরণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র আওয়ামী লীগই এগিয়ে আছে। 

দলটি নারী নেতৃত্বে শর্ত পূরণে এখনো পিছিয়ে আছে ১৪ শতাংশ। বর্তমান কমিটিতে নারী নেত্রীর সংখ্যা মাত্র ১৫ জন। দলের সভাপতি শেখ হাসিনা এবং ১৪ সদস্যের সভাপতিমণ্ডলির মধ্যে রয়েছেন তিন জন। ৩১টি সম্পাদকীয় পদের মধ্যে আছেন পাঁচজন। এছাড়া ২৮টি সদস্য পদের মধ্যে পাঁচজনকে সদস্য পদে রাখা হয়েছে। 

২০১৬ সালের আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে নারী পদের শর্ত পূরণ না করা হলেও ৮১ সদস্য কমিটির মধ্যে ১৫ জন নারীকে বিভিন্ন পদে রাখা হয়। আরপিও শর্ত অনুযায়ী যেখানে থাকার কথা ১৯ শতাংশ। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি বলেন, শুধু শর্তপূরণ করলে হবে না, দক্ষ নারী নেত্রী হতে হবে। শেখ হাসিনার প্রতি আমাদের সেই বিশ্বাস আছে। যে দক্ষ এবং যাকে যে পদে রাখার প্রয়োজন মনে করেন তাকে সেই পদ দেন। 

তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগ আরপিও আদেশ অনুযায়ী কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সব রাজনৈতিক দলগুলোকে আরপিও শর্ত মানতে হবে। তবে এবার কাউন্সিলে নারী নেতৃত্বর সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশা ব্যক্ত করেন তিনি।