ব্রেকিং:
নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা
  • রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বিএনপি সবকিছু দেরিতে বোঝে: তথ্যমন্ত্রী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৭ মে ২০১৯  

বিএনপি সবকিছু একটু দেরিতে বোঝে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সবকিছুই একটু দেরিতে বোঝে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপির মহাসচিব) গতকাল বলেছেন, সংসদে না যাওয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল সে সিদ্ধান্ত ভুল ছিল। বিএনপি আসলে এরকম বহু ভুল সিদ্ধান্ত গত কয়েক বছরে নিয়েছে।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করার যে সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি, তা ছিল তাদের জন্য একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত, আত্মহননের মতো সিদ্ধান্ত। অনেক ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে।

মন্ত্রী বলেন, মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করাসহ হরতাল-অবরোধের নামে বিএনপি যে আন্দোলন করেছে এতে তারা জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে। 

গত নির্বাচনের ক্ষেত্রে বিএনপি প্রথমে সিদ্ধান্তহীনতায় ছিল উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেই সিদ্ধান্তহীনতার শেষ পর্যায়ে গিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেও যেন করেনি। 

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যদি গত নির্বাচনে প্রথম থেকে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিত, অংশগ্রহণ করার পর তারা যে মনোনয়ন বাণিজ্য করেছে সেটি যদি না করত এবং নির্বাচনে যেভাবে প্রস্তুতি নেয়া দরকার ছিল সে অনুযায়ী প্রস্তুতি যদি তারা নিত, তাহলে নির্বাচনে তাদের ফলাফল আরো ভালো হতো।

তিনি বলেন, এবার সংসদে না যাওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো নিজেই স্বীকার করলেন। সবকিছু মিলিয়ে বিএনপির বহু ভুল সিদ্ধান্তের কারণে তারা একটি জনবিচ্ছিন্ন দলে রূপান্তরিত হয়েছে।
 
বিএনপির এই ভুল সিদ্ধান্তের মাশুল দলটিকেই দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, দলটির দৈন্যদশা প্রকৃতপক্ষে আমাদেরকেও কষ্ট দেয়। বিএনপির ৫ জন শপথ গ্রহণ করেছে তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করেননি। বিএনপির অতি কৌশলের বলি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঁচজন যেখানে শপথ নিয়েছেন সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেনো শপথ নেননি তা তিনিই বলতে পারেন। আমার কাছে যেটা মনে হয়েছে, ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপি’র অতি কৌশলের বলি হয়েছেন।

সম্প্রতি রেজা কিবরিয়াকে গণফোরামের সাধারণ সম্পাদক করার বিষয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে গণফোরাম কখনো গণমুখী দল হয়ে উঠতে পারেনি। তাদের যে সাম্প্রতিক পরিবর্তন, আমি মনে করি এতে বাস্তবতার কোনো পরিবর্তন হবে না। 

গণমুখী মানুষ বাদ দিয়ে দলকে গণমুখী করা যায় না উল্লেখ করে তিনি বলেন, গণফোরাম অতীতে যেমন গণমুখী দল হয়ে উঠতে পারেনি এই পরিবর্তন গণফোরামে কোন পরিবর্তন আনবে না। বরং গণফোরামকে জনগণ থেকে আরো বিচ্ছিন্ন করে কি না সেটিই এখন দেখার বিষয়।