ব্রেকিং:
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত
  • শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

এই সরকারকে ছাই দিয়ে ধরা হবে: মান্না

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩  

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা সব হিসাব করে এই সরকারকে ধরবো, যে রকম ছাই দিয়ে মাছ ধরে। ওরা নড়াচড়া করতে পারবে না, চলে যেতে হবে।

রবিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গণতন্ত্র ফোরাম’র আয়োজনে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমান এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদী সভায় এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন,  ‘সরকার ক্ষমতা হারানোর ভয়ে এখন উল্টা-পাল্টা বকছে। বিভিন্ন  দেশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ কথা বলছে না। আমেরিকা তো বিপক্ষে গেছেই, যারা উন্নত দেশ, পশ্চিমা দেশ তারাও বিপক্ষে গেছে। তাদের (সরকারের) পায়ের তলায় কোনও মাটি নেই। যাদেরকে দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগ শান্তির সমাবেশ করে, এরাও থাকবে না। এদের পতন হবেই। এটা সময়ের ব্যাপার এবং অনেক বেশি সময় নেই, অল্প সময়ের ব্যাপার।’

তিনি বলেন, ‘আমরা সব হিসাব করেই ওইরকম সময়ে এই সরকারকে ধরবো। যে রকম ছাই দিয়ে মাছকে ধরে। ওরা নড়াচড়া করতে পারবে না, চলে যেতে হবে। সেদিন বেশি দূরে নয়, সেদিনের জন্য অপেক্ষা করতে থাকেন। সামনের মাসের মধ্যে আলামত দেখতে পারবেন। তারপরের মাসের মধ্যে আমরা সরকারকে আমাদের চূড়ান্ত বার্তা দিতে চাই। আপনারা দলে দলে আমাদের কর্মসূচিতে যোগ দিন, এই সরকারের পতনের আন্দোলন ত্বরান্বিত করুন।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে মান্না বলেন, ‘‘ওবায়দুল কাদের সেদিন বলেছেন ‘বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে আওয়ামী লীগ এক রাতের মধ্যে শেষ হয়ে যাবে।’ মানে কী? আপনারা নিজেরা নিজেরা পটল তুলবেন? আওয়ামী লীগের লোকেরা বিএনপি এসে গেছে বলে নিজেরা নিজেরা হার্টফেল করে মারা যাবে? ওবায়দুল কাদের সাহেব কী ব্যাখ্যা দেবেন, উনি কী বোঝাতে চেয়েছেন? বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় বলেছেন—ওনারা প্রতিশোধের রাজনীতি করবেন না। যদি তা-ই হয়, তাহলে আপনারা (আওয়ামী লীগ) মরবেন কেন? আসল কথা কি জানেন? পাপ যে করে তার মনের মধ্যে পাপবোধ থাকে। যতই ধান্ধা করুক, যতই চালাক হোক, সে জানে, সে যে পাপ করেছে— হয়তো জনতা জানে, সবার ওপরে আল্লাহ জানে। সুতরাং, তার মধ্যে মৃত্যুভয় আছে, গ্রেফতার হওয়ার ভয় আছে, তার মধ্যে জেলে যাওয়ার ভয় আছে।’’

মান্না আরও বলেন, ‘যে দেশে পঞ্চদশ সংশোধনীর মতো একটা বেআইনি আইন সংসদে পাস হয়, সেই দেশে আপনি কোর্টের কাছে বিচার পাবেন না, সংসদের কাছে বিচার পাবেন না, কোনও জজ-ব্যারিস্টারের কাছে বিচার পাবেন না, কারও কাছে বিচার পাবেন না। বিচার যদি চাইতে হয় তাহলে জনতার আদালতে যেতে হবে। এর কোনও বিকল্প নেই। আর এর জন্যই আমরা বলছি—যত দল আছে,  যত সংগঠন আছে, আপনাদের যত মতামত আছে,  যত রকম আপনাদের পার্থক্য আছে, সব নিজের কাছে আছে। একটা দফাতে আসেন রাজপথে।’

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে ও ইসমাইল হোসেন সিরাজির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম প্রমুখ।