ব্রেকিং:
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত
  • শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

করোনায় দুস্থদের সহায়তার আশ্বাস দিয়েও মাঠে নেই বিএনপি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস মোকাবিলায় এবং এর প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো। যেখানে অংশগ্রহণ নেই বিএনপির। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক ভিডিও বার্তায় দলের নেতাকর্মীদের দুস্থদের সহায়তা করার আহ্বান করলেও এ আহ্বানে সাড়া দিয়ে কোনো কেন্দ্রীয় নেতাকে মাঠে নামতে দেখা যায়নি।

এদিকে নানান সমালোচনার প্রেক্ষিতে সম্প্রতি লন্ডনপ্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তায় দলের নেতাকর্মীদের দুস্থদের সহায়তা করার আহ্বান জানান। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক ভিডিও বার্তায় সর্বস্তরের নেতাকর্মীদের দুস্থদের সহায়তা করার আহ্বান জানান। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় কোনো নেতাই দুস্থদের সহায়তায় মাঠে নামেননি।

এমন প্রেক্ষাপটে সমালোচনা উঠেছে, জনগণের দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য বিএনপি যে আশার বাণী শোনায়, তা আসলে মিথ্যা-বানোয়াট। আসলে তারা জনগণের ম্যানডেট নিয়ে, তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, অন্যকিছু নয়।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপি নেতাদের সঙ্গে মুঠোফোনে কথা বলা হলে তারা জানায়, অচিরেই তারা মাঠে নামবে। বিভিন্ন কারণে তারা মাঠে নামতে পারেননি। তবে কারণগুলো উল্লেখ করতে চায়নি কেউই।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক প্রবীণ সদস্য বলেন, শুনতে খারাপ লাগলেও একথা সত্যি যে বিএনপি নেতারা সমন্বয়হীন হয়ে পড়েছে। করোনাভাইরাসের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চাইলেই একাত্ম হয়ে জনগণের কাছে যাওয়া যেত। তাতে বিএনপির প্রতি জনগণের আস্থা বাড়তো। কিন্তু তা হয়নি। এমনকি দুস্থদের পাশে দাঁড়ানোর কথা বলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর ফলে দল জনগণ থেকে আরও কিছুটা বিচ্ছিন্ন হলো- এটি বলতে দ্বিধা নেই।

রাজনীতি সচেতন সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, আশ্বাস দিয়ে তা বাস্তবায়ন করতে না পারা বিএনপির জন্য যেমন ক্ষতির কারণ হলো তেমনি জাতীয় দুর্যোগে মানুষের পাশে না দাঁড়ানো হলো বিএনপির জন্য রাজনৈতিক পরাজয়।