ব্রেকিং:
তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

‘নির্বাচন বানচাল করতেই বিএনপির হামলা’

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে বানচাল করতেই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বিএনপি সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। 
রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে এ বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এদিন সকালে  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে নির্বাচনী প্রচারণার প্রস্তুতির সময় ৩৯নং ওয়ার্ডের নেতাকর্মীদের উপর বিএনপির সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

আমির হোসেন আমু বলেন, আপনারা লক্ষ্য করেছেন বিগত দিনে বিএনপির হয় নির্বাচন বয়কট অথবা নির্বাচন বানচাল করার জন্য পেট্রোল বোমাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে। আজ নতুন করে আবার শুরু করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই হামলা তাদের সুপরিকল্পিত। এটা নির্বাচন বানচালের একটি ইঙ্গিত। বারবার এসব কথা তারা বলে আসছিলো আজকে তারা শুরু করলো। 

তিনি বলেন, একদিন আগেও কয়েকটা মারপিটের ঘটনা ঘটেছে, তখন আমরা ভেবেছিলাম স্থানীয়ভাবে এটা ঘটাতে পারে। ঘটনাস্থলে কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়েছে। সেখানে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। এই হামলায়ও কয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমরা মনে করি সারাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তাদের শুভবুদ্ধির উদয় হবে।

নির্বাচন কমিশন বিধান মেনে ব্যবস্থা নেবে আশা প্রকাশ করে উপদেষ্টামণ্ডলীর এ সদস্য বলেন, এ ঘটনায় যারা দায়ী তাদের ব্যাপারে নির্বাচন কমিশন বিধি-বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করুক, এটাই আমাদের দাবি।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, আইন-শৃঙ্খলা যেন সুস্থভাবে থাকে। যাতে করে ভোটাররা সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এ জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক হতে হবে। কার্যকরী পদক্ষেপ নিতে হবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমু বলেন, আমাদের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে প্রতিবাদ দেয়া হবে। নির্বাচন কমিশন যেটা ভালো মনে করে সেটা করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক  বিএম মোজাম্মেল হক, উপ-দফতর সম্পাদক  সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান লিখিল প্রমুখ।