ব্রেকিং:
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত
  • শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

গরিব দেখতে হলে মিউজিয়ামে যেতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩  

গরিব দেখতে হলে মিউজিয়ামে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ‘বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না।’ তার প্রমাণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এ দেশের মানুষ ভুল করেনি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে কেউ দাবিয়ে রাখতে পারেনি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের দিকে যাচ্ছে বাংলাদেশ। গরিব দেখতে হলে মিউজিয়ামে যেতে হবে।

তিনি আরও বলেন, সারা বিশ্বের জনপ্রিয় ১০ জন প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা একজন। তিনি স্টার অব পিস। সারা বিশ্বের জননন্দিত নেতা। তিনি তলাবিহীন ঝুড়ি থেকে সম্ভাবনাময়ী বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন। দেশকে হৃদয় দিয়ে ভালোবাসেন। সেজন্য আমরা এগিয়ে আছি।

আসাদুজ্জামান খান বলেন, শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। নৌকার বিকল্প নৌকা। আওয়ামী লীগকে হৃদয় দিয়ে মানুষ ভালোবাসে, তাই ক্ষমতায় আছে। অথচ বিএনপির আমলে দেশে চাঁদাবাজি ছিল। চাঁদা না দিলে মানুষ ব্যবসা করতে পারত না, বাড়ি করতে পারত না।

আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসেনি। মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। তাই বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মানুষ আলোকিত থাকতে চায়, অন্ধকারে থাকতে চায় না। মানুষ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে চায়।

dhakapost

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, বিএনপি ইয়াতিমের টাকা মেরে খাওয়ার দল। তাই তারা জেলে আছে। কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। যারা ষড়যন্ত্র করবে তাদের সঠিক জবাব দেওয়া হবে। যদি লাঠি হাতে আসে তাহলে সেই হাত ভেঙে দেওয়া হবে। শেখ হাসিনার জন্য আমরা মাঠে আছি। নৌকার জন্য আমরা সব সময় থাকব।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবুর সঞ্চালনায় ও মুমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে জনসভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা, নোয়াখালী আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক শহিদ উল্যা খাঁন সোহেল প্রমুখ বক্তব্য দেন। জনসভায় সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ডা. কাজী জাফর উল্যাহ, সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ভিপি মাহফুজুর রহমান বাহার, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিল, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিকসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে চাটখিল থানার নবনির্মিত কনফারেন্স রুম ও ব্যারাক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে সাংবাদিকদের বলেন, তারা ৯০ দিন টানা জ্বালাও-পোড়াও করে দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। এখন জনগণ আর অন্ধকার সময়ে ফিরে যেতে চায় না। দেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। সংবিধান অনুযায়ী চলবে দেশ। বিএনপি যতই আস্ফালন করুক, এ নির্বাচন কমিশনের অধীনেই যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) বিজয়া সেন,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. আমান উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।