ব্রেকিং:
নভেম্বরে আসছে জাতীয় ডেবিট কার্ড গণমাধ্যমে মার্কিন ভিসা নীতি: নিন্দা জানালেন ১৯০ বিশিষ্ট নাগরিক সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ১০ শতাংশ এবার শুরু হচ্ছে পাতালরেল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ১২ শিল্পপ্রতিষ্ঠান শিশুদের মনে বড় হওয়ার স্বপ্ন জাগাতে সরকার বদ্ধপরিকর-প্রধানমন্ত্রী যাত্রীবেশে গাঁজা পাচার, আটক ১ চান্দিনায় বন্ধুর হাতে যুবক খুন নোয়াখালীতে আগুনে পুড়ল ৬ বসতঘর ভারত সব সময় বাংলাদেশের পাশে আছে : ভারতীয় হাইকমিশনার অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, গ্রেফতার ৫ সরু ও জরাজীর্ণ গোমতী নদীর বেইলি ব্রিজে নিত্য যানজট নৌকা চালিয়ে বাড়তি আয় ব্রাহ্মণবাড়িয়ায় দৌড় প্রতিযোগিতায় সব বয়সী মানুষের ঢল জমি নিয়ে বিরোধ, ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত পরকীয়া দেখে ফেলায় মেয়েকে নৃশংসভাবে খুন করেন মা ও তার প্রেমিক জলদস্যুদের গুলিতে আহত আরেক জেলের মৃত্যু ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু দাউদকান্দিতে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার নৌকা উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক, নৌকায় ভোট দিন : রাজী ফখরুল
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

৭ কি.মি কাজ বাদ রেখেই শেষ হলো কুমিল্লা-নোয়াখালী চারলেন প্রকল্প

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩  

৭ কিলোমিটার বাদ রেখেই কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের চারলেন প্রকল্পের কাজ সমাপ্ত ঘোষণা করেছে বলে জানিয়েছে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি কুমার চাকমা। তিনি জানান, বার বার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধির কারণে মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমাদেরকে শেষ বারের মত সময় দিয়েছিলেন। কিন্তু নানান জটিলতায় মহাসড়কের লাকসাম, শানিচো ও বাগমারা এলাকায় কাজ স্থগিত হয়ে আছে- তাই সময় বৃদ্ধি না করে আমরা আপাতত প্রকল্প বন্ধ ঘোষণা করেছি। তবে যে অংশে জটিলতা রয়েছে সেগুলোর মেনটেইন্যান্স ব্যয় ধরে রেখেছি। জটিলতা কাটলেই কাজ শুরু করা যাবে। 

সওজ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লা (টমছম ব্রিজ) থেকে নোয়াখালী (বেগমগঞ্জ) আঞ্চলিক মহাসড়ক চারলেন উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রকল্পের জন্য ২ হাজার ১৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ৫৯ কিলোমিটার এই চার লেন সড়ক নির্মাণ কাজের জন্যে প্রথমে ২০২০ সালের জুন মাস নির্ধারণ করা হয়। পরে ২০২২ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়েও কাজ শেষ হয়নি এই প্রকল্পের। বর্তমানে ২০২৩ সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হবার কথা জানায় সড়ক বিভাগ।

সওজ এর নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা আরো জানান, লাবকসাম এলাকায় ৪.৫ কিলোমিটার, শানিচো এলাকায় ১.৮ কিলোমিটার এবং বাগমারা এলাকায় ১.৬ কিলোমিটার চারলেনে উন্নীত করনের কাজ বাকি রয়েছে। বাগমারার বিষয়ে কথা হয়েছে আমরা আশা করি সেখানে দ্রুত কাজ করতে পারবো।

মহাসড়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান,  এখনো তেমন কোন পরিকল্পনা নেই।  

প্রসঙ্গত,  কুমিল্লা নোয়াখালী মহাসড়ক চারলেন প্রকল্প করার প্রয়োজনীয়তা আসে ঢাকার সাথে নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য এলাকাগুলোতে সাধারণ মানুষের চলাচল সহজ করার জন্য।  পরে সরকার এই প্রকল্পের অনুমোদন দেন এবং মহাসড়কটি চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়।  যানজটের ভোগান্তি,  যাতায়াতে সময় কমিয়ে আনা এবং পরিবহন খরচ কমানোর জন্য চারলেন প্রকল্পের যে পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করা হচ্ছিল তাই এই ৭ কিলোমিটারের কারণে অসম্পূর্ণ অবস্থায় শেষ করতে হচ্ছে সড়ক ও জনপদ বিভাগকে।  যে অংশগুলোতে কাজ হয়নি তার মধ্যে বাগমারা ও লাকসাম এলাকায় প্রতিনিয়ত যানজটের শিকার হন এই পথে চলাচলকারীরা।  সেই দিক বিবেচনায় এবং একটি মহাপ্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে পূর্ণাঙ্গভাবে দিতে লাকসাম ও বাগমারা চার লেনের কাজ সম্পাদন করা সাধারণ মানুষের দাবি।