ব্রেকিং:
ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

সেনবাগে স্বামীর বিরুদ্ধে জিডি করায় স্ত্রীকে হত্যা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

নোয়াখালীর সেনবাগের মোহম্মদপুরে স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করায় হাছিনা আক্তার পাখি নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ অভিযোগ উঠেছে ওই গৃহবধূর স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দক্ষিণ রাজারামপুর গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।নিহত হাছিনা আক্তার পাখি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউপির বেটারপাড়া গ্রামের আবু তাহেরের মেয়ে। তিনি দুই ছেলে ও এক মেয়ের মা।

নিহতের চাচাতো ভাই ইউনুছ অভিযোগ করে বলেন, ১২ বছর আগে সেনবাগের মোহাম্মদপুর ইউপির দক্ষিণ রাজারামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে আনোয়ারের সঙ্গে পাখির বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন অজুহাতে তাকে মারধর করতো আনোয়ার। সে কোনো কাজ করতো না দেখে কয়েক মাস আগে তার ভাই ও শ্বশুর মিলে তাকে একটি সিএনজি চালিত অটোরিকশা কিনে দেয়। এরপরও বিভিন্ন সময় টাকার জন্য আনোয়ার মারধর করতো পাখিকে।

সর্বশেষ গাড়ির লাইসেন্স করার টাকার জন্য পাখিকে চাপ দেয় আনোয়ার। দু’দিন আগে পাখির বাবা আনোয়ারকে ২০ হাজার টাকা দেয়, কিন্তু তাতেও আনোয়ার ক্ষান্ত হয়নি সে আরো টাকার জন্য পাখিকে মারধর করে। 

ইউনুছের দাবি বুধবার পাখি থানায় গিয়ে তাকে মারধরের ঘটনায় একটি জিডি করে এবং তার একটি কপি বাড়িতে নিয়ে আসে। এ ঘটনার জের ধরে রাতে আনোয়ার বাড়িতে এসে কপিটি ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেয় এবং পাখিকে মারধর করে হত্যা করে ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

সেনবাগ থানার (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত হাছিনা আক্তার পাখির কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।