ব্রেকিং:
নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বয়সে বড় নারীদের প্রতি ছেলেদের আকৃষ্ট হওয়ার রহস্য!

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

প্রতিটি মানুষের জীবনই পরিপূর্ণতা পায় ভালোবাসার মাধ্যমে। আর এই ভালোবাসা কখন কীভাবে আসবে তা কেউ আগে থেকে বলতে পারে না। অনেকের ক্ষেত্রে ভালোবাসাটা এমন পর্যায়ে হয়ে যায় যে, সেখানে বয়সের কোনো স্থানই পায় না।

তাছাড়া মানুষ যেকোনো বয়সেই প্রেমে পড়ে। যদিও নারীদের ক্ষেত্রে দেখা যায় তারা বয়স্ক পুরুষকেই জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করে। আর পুরুষরা কম বয়সী নারীদের বেছে নেন। সামাজিকভাবেও এমনটাই গ্রহণযোগ্য। তবে এখন অনেকের ক্ষেত্রেই এর উল্টোটা হয়। একটু খেয়াল করলেই দেখা যায়, ছেলেরা বয়সে বড় নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয়।

 

সুস্মিতা সেন ও রহমান শাল

সুস্মিতা সেন ও রহমান শাল

সম্পর্কের ক্ষেত্রে বয়স যদিও তেমন গুরুত্ব বহন করে না। কারণ এখন সময় ও সমাজ দুটোই বদলে গেছে। সঙ্গে সঙ্গে বদলেছে সবার মানসিকতাও। সমাজে এমন অনেক ঘটনাই দেখা যায়, যেখানে নিজের থেকে বয়সে বড় নারীদের বিয়ে করেছেন অনেকেই। সমাজে তাদের স্থানও অনেক ওপরে। তবে শুধু নামী দামী সেসব ব্যক্তিরাই নয়, আমাদের সমাজের সাধারণ মানুষের মধ্যেও এ প্রবণতা দেখা যায়।

গবেষকরা অনেকে গবেষণা করে এর পেছনের রহস্য খুঁজে বের করেছেন। তারা মনে করেন, ছেলেরা নিজের তুলনায় বেশি বয়সের মেয়েদের প্রতি আকর্ষিত হয়। কেননা তাদের প্রতি বিশ্বাস বা আস্থা রাখা যায়। অনেক পুরুষ স্বীকার করেছেন, বেশি বয়সের নারীরা জীবনকে বেশি দিন ধরে দেখেন। তাই জীবন সম্পর্কে তাদের অভিজ্ঞতা বেশি।

 

সুস্মিতা সেন ও রহমান শাল

সুস্মিতা সেন ও রহমান শাল

এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে আত্মবিশ্বাসও বাড়ে। পুরুষরা আত্মবিশ্বাসী মেয়ে পছন্দ করে। যাদের নিজেদের প্রয়োজনের কথা বলতে কোনো দ্বিধা থাকে না, এমন মেয়ে পছন্দ হওয়ার কারণেই ছেলেরা বেশি বয়সী নারীদের প্রতি আকৃষ্ট হয়।

সবশেষে বলা যায়, বেশি বয়সের নারীদের সঙ্গে বোঝাপড়াটা অনেক বেশি ভালো হয়। তারা একে অপরের প্রতি আস্থাশীল হয়ে থাকে। এমনকি পরস্পর দায়িত্ব ভাগাভাগি করে নেয়ার ক্ষেত্রেও এটি একটি বড় কারণ হতে পারে। তবে বয়সে ছোট-বড় কোনো বিষয় নয়; সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়াই মূল কথা।