ব্রেকিং:
নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

কুবির সাথে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চুক্তি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৯ জুন ২০২৩  

টেকসই উন্নয়নের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একটি দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এই চুক্তিতে স্বাক্ষর করেন। রোববার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা ধানমন্ডিস্থ বিসিএসআইআরের সভা কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বিসিএসআইআরের পক্ষে স্বাক্ষর করেন বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।

এছাড়াও স্বাক্ষী হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরী এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখ। বিসিএসআইআরের পক্ষে স্বাক্ষর করেন বিসিএসআইআরের সচিব শাহ আবদুল তারিক এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও রিসার্চ কোঅর্ডিনেটর মোঃ অহিদুল আকবর।

এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে গবেষণার মাধ্যমে দেশের টেকশই উন্নয়নে দুইটি প্রতিষ্ঠানই বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, গবেষণা প্রকল্পে সহায়তা, ডিজাইন ও বাস্তবায়নে কাজ করে যাবে। মোট আটটি ধারায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। ধারাগুলোর প্রধান উদ্দেশ্যগুলো হলো- জার্নাল আর্টিকেল শেয়ারিং, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তথ্য আদান-প্রদান, সেই বিষয়ে সম্মেলন-সেমিনার্, যৌথ তত্ত্বাবধানে স্নাতকোত্তর, এম.ফিল ও পিএইচডি প্রদান, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আদান-প্রদান, যৌথ প্রকাশনা ও গবেষণা ফলাফলের পেটেন্ট প্রক্রিয়াকরণ এবং প্রতিষ্ঠান দুটির গবেষণা প্রদর্শন ও প্রশিক্ষণের ব্যবস্থাকরণ।


মাননীয় উপাচার্য বলেন, মানসম্মত শিক্ষাকে এগিয়ে নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশনের অংশ হিসেবে আমরা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছি। এই এমওইউবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা এবং শিক্ষার অগ্রগতিতে আমাদের যৌথ লক্ষ্যকে সহজতর করবে। আমরা আজ যে অংশীদারিত্ব তৈরি করেছি তা ইঈঝওজ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতামূলক গবেষণা উদ্যোগ, সংস্থান ভাগাভাগি এবং দক্ষতা বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।

আমাদের শিক্ষাবিদ এবং গবেষকরা বিসিএসআইআর-এ দক্ষতা এবং ডেটার বিশাল ভাণ্ডারে ব্যবহার করে সহযোগিতামূলক প্রকল্পে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন। এটি নিঃসন্দেহে যুগান্তকারী আবিষ্কারের দিকে পরিচালিত করবে এবং আমাদের জাতির সামগ্রিক অগ্রগতিতে অবদান রাখবে।

এই এমওইউ আমাদের শিক্ষার্থীদের জন্য বিসিএসআইআর-এর সাথে ইন্টার্নশিপ, ফেলোশিপ এবং যৌথ গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের অনন্য সুযোগ তৈরি করবে। একটি গবেষণা-নিবিড় পরিবেশে নিজেদের নিমজ্জিত করার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিখ্যাত বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের কাছ থেকে শিখবে এবং বৈজ্ঞানিক পদ্ধতির গভীর উপলব্ধি,  অন্তর্দৃষ্টি এবং মূল্যবান দক্ষতা অর্জন করবে যা তাদের একাডেমিক এবং পেশাদার যাত্রাকে রূপ দেবে। আগামী বছরগুলোতে বিসিএসআইআর এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুবিধাগুলো দেখার অপেক্ষায় আছি।
উল্লেখ্য, প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এই চুক্তি কার্যকর থাকবে। প্রতি পাঁচ বছর পর উভয় পক্ষের সম্মতিতে এটি নবায়ন করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, কুবি একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মুশফিক মান্নান চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল, আইকিউএসির অতি: পরিচালক ড. মোঃ গোলাম মর্তুজা তালুকদার, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, সেকশন অফিসার নুসরাত আরমিন প্রমুখ।