ব্রেকিং:
নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

সামগ্রিকভাবে বিশ্বে রেমিট্যান্স কমলেও বাংলাদেশে বাড়বে ৮ শতাংশ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১ নভেম্বর ২০২০  

রেমিট্যান্স প্রবাহে এবার বিশ্বে অষ্টম অবস্থানে থাকবে বাংলাদেশ। মহামারি পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশের প্রবাসী আয় কমলেও বাংলাদেশের বাড়বে।

শুক্রবার বিশ্বব্যাংক প্রকাশিত অভিবাসনের দৃষ্টিতে কোভিড-১৯ সংকট শীর্ষক এক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন প্রাক্কলন রয়েছে। কয়েক বছর ধরে শীর্ষ- ১০ এর মধ্যে রয়েছে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশে রেমিট্যান্স আসবে ১৯ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। এবার বাংলাদেশের রেমিট্যান্স ৮ শতাংশ বাড়বে বলে প্রক্ষেপন করা হয়েছে। মহামারি পরিস্থিতিতে অধিকাংশ দেশের রেমিট্যান্স কমলেও বাংলাদেশের পাশাপাশি মেক্সিকো এবং দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের বাড়বে। 

এতে বলা হয়, রেমিট্যান্সের ক্ষেত্রে বাংলাদেশে মহামারির প্রভাব তেমন নেতিবাচক হয়নি। হুন্ডি কমে যাওয়ায় প্রাতিষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স বেড়েছে এবং সরকারের প্রণোদনা এক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে। অবশ্য এপ্রিলে বিশ্বব্যাংক ২০২০ সালে বাংলাদেশের রেমিট্যান্স ২০ শতাংশ কমে ১৪ বিলিয়ন ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।

বিশ্বব্যাংক বলেছে, ২০২০ সালে সামগ্রিকভাবে বিশ্বে রেমিট্যান্স কমবে সাত শতাংশ। তবে পরিমাণের দিক থেকে এবারো প্রথমে থাকবে ভারত। দেশটিতে এবার প্রবাসী আয় ৯ শতাংশ কমে ৭৬ বিলিয়ন ডলার আসতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের আসবে ৬০ বিলিয়ন ডলার এবং তৃতীয় অবস্থানে থাকা মেক্সিকোর আসবে ৪১ বিলিয়ন ডলার। 

তবে শীর্ষে থাকা এই তিন দেশের মধ্যে শুধু মেক্সিকোর রেমিট্যান্স বাড়বে। পাকিস্তান রয়েছে ৬ষ্ঠ অবস্থানে। দেশটির রেমিট্যান্সের পরিমাণ ৯ শতাংশ বেড়ে ২৪ বিলিয়ন ডলার হতে পারে। এদিকে বিশ্বব্যাংক মনে করছে, আগামী বছর বিশ্বে রেমিট্যান্স আসার পরিমাণ কমবে ১৪ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিমানযোগে ভ্রমণ নিয়ন্ত্রণের ফলে কাছে করে ডলার আনা কমে যাওয়া এবং রেমিট্যান্সে প্রণোদনার ফলে করোনা সঙ্কটের মধ্যেও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহের গতি রয়েছে। আবার বাংলাদেশে ঈদ ও বন্যার কারণে তৃতীয় প্রান্তিকে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। করোনাভাইরাসের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যারা টাকা পাঠাননি তারাও তৃতীয় প্রান্তিকে পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসীরা ৬৭১ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২১৯ কোটি ডলার বা ৪৮ দশমিক ৫৪ শতাংশ বেশি। ২০১৯ সালে রেমিট্যান্স এসেছিল ১৮ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। তার আগের বছর এর পরিমাণ ছিল ১৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।