ব্রেকিং:
তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

ধর্ষিত কিশোরীর পরিবারকে সমাজচ্যুতের ঘটনা তদন্তের নির্দেশ আদালতের

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩ মার্চ ২০২১  

ফেনীর ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের কুতুবপুর গ্রামে  ধর্ষণের শিকার হয়ে সন্তান জন্ম দেয়ায় কিশোরীর পরিবারকে সমাজচ্যুত করার সত্যতা তদন্ত করে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। ফেনীর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবদুর রহিম জাস্টিস অব দি পিস এর কর্তৃত্ব বলে এই আদেশ জারি করেন।
সংবাদপত্রে প্রকাশিত খবরের উদ্বৃতি দিয়ে প্রেরিত ওই আদেশে বলা হয়, বাংলাদেশের সংবিধান মোতাবেক দেশের প্রতিটি নাগরিকের চলা ফেরার স্বাধীনতা, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার স্বীকৃত।

কথিত সমাজপতি কর্তৃক কাউকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত সম্পূর্ণ বে আইনী ও মৌলিক মানবাধিকার পরিপন্থী। এমতাবস্থায় উক্তরূপ প্রকাশিত সংবাদের সত্যতা আছে কিনা তাহা তদন্তপূর্বক আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হলো। জনস্বার্থে দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর ২৫ ধারার অনুবলে জাস্টিস অব দি পিস এর কর্তৃত্ব বলে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য এরআগে ‘ফেনীতে কিশোরীকে ধর্ষণ মামলায় কনস্টেবল গ্রেফতার ও ধর্ষণের শিকার কিশোরীর সন্তান জন্ম, বিচারে সমাজচ্যুত পরিবার’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ফেনীসহ দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

ফেনীর আদালতের ফোকাল পার্সন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসাইন জানান, ফেনীতে জাস্টিস অব দি পিস এর কার্যালয় থেকে এটি প্রথম আদেশ। এ ধরনের কোন আদেশ এর আগে ফেনীর আদালত থেকে হয়নি। ১ মার্চ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবদুর রহীম স্বাক্ষরিত আদেশটি  গতকাল জেলা ম্যাজিষ্ট্রেট, পুলিশ সুপার ও ওসি ফুলগাজীর নিকট প্রেরণ করা হয়েছে।

কিশোরীর পরিবারের দাবী, আমরা ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো সমাজচ্যুত হলাম। এখন কেউ আমাদের সাথে কথা বলেনা। সবাই আমাদেরকে এডিয়ে চলছে। বাজারে আমাদের ইলেকট্রিক দোকানটিও খোলা যাচ্ছেনা।

ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিন জানান, আদালতের নির্দেশনা এখনো হাতে পাইনি। এখন ওই পরিবারের সামাজিক কোন সমস্যা হচ্ছেনা বলে তারা জানিয়েছে। এরপরও কোন সমস্যা হলে আমাদেরকে তাৎক্ষণিক জানাতে অনুরোধ করে এসেছি।ওসি আরো জানান, যখন ওই কিশোরীর সন্তান হয়েছে তখন হয়তো তাদেরকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।