ব্রেকিং:
নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা
  • রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২০ মে ২০২১  

হাজীগঞ্জে এক অসুস্থ মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোমেনা আক্তার।
গত ১৯ মে বুধবার বিকালে উপজেলার ৭নং বড়ক‚ল পশ্চিম ইউনিয়নের মৃত মুকবুল আহমেদের ছেলে বীর  মুক্তিযোদ্ধা  আবু বকর অনেক দিন ধরে অসুস্থতাজনিত কারনে বাড়ীতে পড়ে আছেন।  আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করতে না পারার বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী নজরে আসলে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে তত্বাবধানের আহবান জানান।

 তৎক্ষনাৎ জেলা প্রশাসক হাজীগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার কে নির্দেশ দিলে বীর মুক্তিযোদ্ধা আবু বকর এঁর বাড়িতে ছুটে যান ইউএনও মোমেনা আক্তার। পরে তাঁর পরিবারের সাথে কথা বলে কালক্ষেপণ না  করে বুধবার বিকালে অসুস্থ মুক্তিযোদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এ সময়  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম সোয়েব আহমেদ চিশতীর পরামর্শক্রমে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়।
তাৎক্ষনিক ইউএনও মোমেনা আক্তার নিজ খরচে প্রায় ১ সপ্তাহের ঔষুধ ক্রয় করে দেন। সেই সাথে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন গাজীর সহযোগিতায় এবং সরকারি অনুদানের মাধ্যমে পরবর্তী  ঔষধ -পথ্যের ব্যবস্থা অব্যাহত রাখার ব্যবস্থা করেন।

এদিকে অসুস্থ মুক্তিযোদ্ধার বসত ঘরের অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসক  ঘর সংস্কারের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদানসহ উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে দশহাজার টাকার আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আবু বকরের পরিবার জানান, ২০১৪ সাল থেকে তিনি অসুস্থতাজনিত কারনে ঘরে পড়ে আছেন। হঠাৎকরে তার চিকিৎসার সহায়তায় প্রশাসন সহযোগিতার হাত বাড়ীয়েছে এ জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোয়েব আহমেদ চিশতী বলেন, আমরা প্রাথমিক অবস্থায় রোগী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা সহায়তা করেছি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, আমার নজরে আসার পর সরেজমিনে গিয়ে বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার ব্যবস্থা গ্রহন করি। পরবর্তীতেও বীর মুক্তিযোদ্ধা আবু বকর এর চিকিৎসার ব্যয়ভার সরকারিভাবে মেটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।