ব্রেকিং:
নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

সোনাগাজীতে ১৩-১৭ ফেব্রুয়ারি চলবে ৫ দিনব্যাপী সেলিম আল দীন মেলা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

বাংলা নাটকের মহাকবি ধ্রুপদি নাট্যকার ড. সেলিম আল দীন স্মরণে সোনাগাজীতে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী সেলিম আল দীন মেলা। ‘হাতের মুঠোয়, হাজার বছর আমরা তোমার সঙ্গী’ শিরোনামে দেশবরেণ্য নাট্য ব্যক্তিত্ব ফেনীর কৃতি সন্তান ড. সেলিম আল দীনের জন্মস্থান সোনাগাজীর মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন হবে ১৩ ফেব্রুয়ারী। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সেলিম আল দীন কেন্দ্রের আয়োজনে ও ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

মেলা আয়োজনের লক্ষ্যে সোমবার সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আয়কর আইনজীবী ইসমাইল হোসেন সিরাজী, পল্লী বিদ্যুৎ সোনাগাজী জোনাল অফিসের ডিজিএম আবু সাঈদ, সেলিম আল দীন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক রাজীব সারওয়ার, মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজ উল্যাহ।
সেলিম আল দীন কেন্দ্রের সাধারন সম্পাদক কুদরত-ই-খুদা পিকাসোর সঞ্চালনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মেলার আয়োজনকে উৎসবমুখর করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। মেলায় অংশ গ্রহণে স্টল বরাদ্দ চলছে। স্টল নিতে আগ্রহীদেরকে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

প্রয়াত সেলিম আল দীন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক নাট্যকারের ভাগনে রাজীব সারওয়ার জানান,৫ দিনব্যাপী মেলায় নাট্যকারের প্রাণের সংগঠন বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, হাকিম আলী গায়েন থিয়েটার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, ফেনী সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ আরও বিভিন্ন দল অংশগ্রহণ করবে। মেলায় ড. সেলিম আল দীন বইয়ের স্টল, তার জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র, ছবি প্রদর্শনীসহ লোকসংগীত, জারি, বাউল গানের আয়োজন করা হবে।

রাজীব সারওয়ার জানান, মেলা আয়োজনে ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান সার্বিকভাবে সহযোগিতা করছেন। এছাড়া ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের সাংসদ লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীও আর্থিক সহযোগীতা করছেন। ড. সেলিম আল দীনের বন্ধুবর বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু মেলার আয়োজনের বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

প্রসঙ্গত, ড. সেলিম আল দীনের সৃষ্টি ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবার লক্ষ্যে এ মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে ২০১০ সালে এ মেলার আয়োজন করা হয়েছিল। তখন দেশব্যাপী সাড়া ফেলেছিল এ মেলা।