ব্রেকিং:
নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী
  • মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

রায়পুর-বিরামপুর সড়ক হেলেদুলে চলে গাড়ি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১  

সড়কের বিভিন্ন স্থানে পিচ-খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এসব গর্ত দিয়েই হেলেদুলে চলে গাড়ি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এমনই বেহাল দশা রায়পুর-বিরামপুর সড়কের। চার বছর ধরে সড়কটি সংস্কারের কোনো ছোঁয়া লাগেনি।

রায়পুর ও ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পশ্চিম আলোনিয়া গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বিরামপুর বাজার সড়ক। ১০ বছর আগে পাঁচ কিলোমিটার এ সড়কটি নির্মাণ করে এলজিআরডি বিভাগ। এর মধ্যে রায়পুর উপজেলা অংশে দুই কিলোমিটার ও ফরিদগঞ্জ উপজেলা অংশে তিন কিলোমিটার রয়েছে।

সড়কটি দিয়ে রায়পুর উপজেলার শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াত। এ সড়ক দিয়ে প্রতিদিনই রায়পুর শহরে আসেন বেশিরভাগ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটির পুরো অংশজুড়ে খানাখন্দে ভরা। কার্পেটিং ও ইট-খোয়া উঠে বালুর মধ্যে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত।

প্রতিনিয়ত এ সড়ক দিয়ে শত শত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। বালু ওড়ার কারণে পথচারীদের চলতে হয় নাকে কাপড় দিয়ে। আর একটু বৃষ্টি হলে খানাখন্দে জমে থাকে পানি। ফলে ঘটে বিভিন্ন ধরনের দুর্ঘটনা।

স্থানীয় শিক্ষক ফিরোজ আলম জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থী চলাচল করে। পিচ-খোয়া উঠে যাওয়ায় গাড়ি চালাতে চালকদের যেমন কষ্ট হয়, তেমনি কষ্ট হয় পথচারীদেরও।

অটোচালক আমিন হোসেন ও জোবায়ের বলেন, দীর্ঘদিন ধরে আমরা এ সড়ক দিয়ে অটো চালাই। আমাদের গাড়িতে অনেক সময় রোগীরা উঠেন। কিন্তু কার্পেটিং উঠে যাওয়ায় পথে তাদের নামাতে হয়। এছাড়া ভালো মানুষও এ সড়ক দিয়ে যাতায়াত করতে চান না। অনেকে বাধ্য হয়ে চলাচল করেন।

রায়পুর ইউপি চেয়ারম্যান সুমন চৌধুরী ও আলোনিয়া ইউপি চেয়ারম্যান মো. বাছেদ বলেন, ব্যস্ততম এ সড়ক দিয়ে রায়পুরে যাতায়াত করেন দুই ইউনিয়নের বেশিরভাগ মানুষ। বেহাল সড়কটি মেরামতের জন্য চার বছর ধরে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও জেলা-উপজেলার সংশ্লিষ্ট দফতরে লিখিতভাবে জানিয়েও কোনো পদক্ষেপ মেলেনি।

উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, সড়কটি রায়পুর অংশের উন্নয়নে বরাদ্দ চেয়ে প্রতিবেদন দেয়া হয়েছে। বরাদ্দ পেলে রায়পুরের অংশে কাজ শুরু হবে।

চাঁদপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস বলেন, ফরিদগঞ্জ-রায়পুর উপজেলার সীমান্তবর্তী রায়পুর ও পশ্চিম আলোনিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ এ সড়কটি সম্পর্কে জানা নেই। কাগজপত্র দেখে ব্যবস্থা নেয়া হবে।