ব্রেকিং:
নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী
  • মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ইয়াহু ব্যবহারকারীদের ফেসবুক-টুইটার হ্যাকিং!

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

যারা ইয়াহু মেইল দিয়ে ফেসবুক একাউন্ট খুলেছেন তারা যে কোন সময়েই আইডি হ্যাক এর শিকার হতে পারেন। প্রতিদিন হাজারো আইডি এর কারণে হ্যাকও হচ্ছে। তবে এটাকে হ্যাক না বলাই ভালো। ইয়াহুর পলিসি ও টার্মস আপডেট এর কারণে এমন হচ্ছে। যা ইয়াহু আগেই জানিয়েছিল।

ধরা যাক, আপনার ইয়াহু মেইল খোলা হয়েছে ২ থেকে ৫ বছর আগে। ফেসবুকে সেই মেইল এড থাকলে আর ইয়াহুতে লগ ইন করার প্রয়োজন হয় না। কিন্তু ইয়াহুর পলিসি অনুযায়ী, কোনো ইউজার ১ বছরের বেশি সময় তার মেইলে লগ ইন না দিলে ইয়াহু আস্তে আস্তে তার মেইলটা সার্ভার থেকে ডিলিট করে দেবে। এটা তাদের পলিসির নতুন আপডেট।

এই সুযোগে হ্যাকাররা ইয়াহুতে মেইল খুলে। যেমন কমন একটি মেইল [email protected]। এই মেইল সাধারণত আপনি খুলতে পারবেন না। কারণ একদম কমন মেইল যাতে কোনো গানিতিক সংখ্যা নেই। যা আগেই খোলা হয়েছে। হ্যাকাররা এই মেইল খুললে ফরগেট পাসওয়ার্ড ফেসবুকে আর তার মেইলে কোড চলে যায়। 

তবে এই মেইল কেউ একজন খুলেছে, অথচ লগ ইন না করার কারণে ইয়াহু মেইলটা ডিলিট দিয়ে দেয়। আর নতুন একজন মেইল খুলে ফেসবুক খুলতে গেলে বা হ্যাকিং এর ট্রাই করে তখন আপনার ফেসবুকে একাউন্টে ইমেইলটা এড থাকার কারণে তার কাছে কোড চলে আসে। 

ব্যাস এভাবে সে এখন মেইলের মালিক। আর আপনার একাউন্ট ফরগেট দিয়ে নিয়ে যাচ্ছে। হাজার হাজার ফেসবুক ও ইয়াহু মেইল হ্যাকিং(চুরি) হচ্ছে এভাবেই। 

একইভাবে আপনার টুইটার একাউন্ট ও যত অনলাইন মাধ্যমে এই ইয়াহু ইমেইল দিয়ে একাউন্ট খুলেছেন সব কিছুই অন্য কেউ নিয়ন্ত্রণ করবে, যদি সে আপনার ডিলিট হওয়া ইয়াহু ইমেইল নতুন করে নিজেই খুলে ফেলে।

প্রতিকার- আপনার মেইল অনেক আগে খোলা সার্ভার থেকে ডিলিট এর কারণে আপনি আর ইয়াহুতে প্রবেশ করতে পারেননি। আপনি চাইলে এখন সেই নামে আবার নতুন করে মেইল খুলে নিলেই হবে। সার্ভার থেকে ডিলিট মেইল আপনি আবার খুলে নিবেন। অন্যকেউ আপনার ডিলিট হওয়া মেইলের নামে খোলার আগেই আপনার মেইলটা খুলে নিতে হবে।

-ফেসবুক একাউন্ট থেকে আপনার ইয়াহু মেইলটা রিমুভ করে দ্রুত অন্য মেইল এড করে নিতে হবে।

-ফেসবুকের ২ স্টেপ ভেরিফাই অন করতে হবে।

-ট্রাস্টেড কন্টাক্ট ব্যবহার করুন আপনার একাউন্টে।