ব্রেকিং:
নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

সোয়া ৪ কিলোমিটার রাস্তার সংস্কার কাজে অনিয়ম

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১  

রায়পুরের খাসেরহাট বাজার সংলগ্ন বেড়ী থেকে মোল্লারহাট পর্যন্ত ৪.৩ কিলোমিটার সড়কের সংস্কার কাজে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তাটিতে ভিটুমিন ব্যবহার না করে নিম্নমানের পাথর দিয়ে কার্পেটিংয়ের কাজ করছে হাইড্রোট্রেক নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। হাইড্রোটেক ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে কাজটি করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মানিক পাটওয়ারী। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের কবির পাটওয়ারীর ভাই।

এলজিইডি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাগবে খাসের হাট বেড়ী সংলগ্ন এলাকা থেকে মোল্লার হাট বাজার পর্যন্ত ৪ হাজার ৩’শ মিটার রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রতিষ্ঠান এলজিইডি। কাজটিতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৩ লাখ টাকা। এরমধ্যে ৪৫ লাখ ৪৫ হাজার ৩৫১ টাকার ৭৫ পঁয়সা খোয়া ধরা হয়েছে। ৬৭ হাজার ৪৮৮ টাকার বালু ধরা হয়েছে। এছাড়া দেড় ইঞ্চি কার্পেটিং ধরা রয়েছে। ১৬,১২,৬ পাথর ও ডাস পাথর ধরা হয়েছে। ২৯ ডিসেম্বর থেকে ২৮ এপ্রিল পর্যন্ত কাজের সময়সীমা নির্ধারিত করা হয়।  

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী জানান, রাস্তায় নতুন কোন খোয়া দেওয়া হয়নি। এছাড়া রাস্তার পাশ থেকেই গর্ত করে মাটি কেটে ফুটপাত বাধাঁনো হয়েছে। কার্পেটিং করা হচ্ছে ভিটুমিন ছাড়া। তবে কয়েকটি স্থানে নামমাত্র ভিটুমিন ব্যবহার করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। তাছাড়া মরা পাথার (নিম্মমানের) দিয়ে কাজ করা হচ্ছে। ঠিকাদার সরকার দলীয় ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়কের আত্মীয় হওয়ায় ভয়ে স্থানীয়রা প্রতিবাধ করছেন না। এজন্য তারা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সিএনজি চালক রুবেল হোসেন বলেন, সরকার উন্নয়ন করছে গ্রামীণ অঞ্চলের মানুষের সুবিধার্থে। কিন্তু নিম্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তাটি করায় সুবিধার চেয়ে অসুবিধায় হবে বেশি। কয়েক মাসের ব্যবধানে রাস্তার কার্পেটিংগুলো উঠে যাবে। এতে একদিকে স্থানীয়রা যেমন বঞ্চিত হবে যথাযথ উন্নয়ন থেকে, তেমনি অর্থ লুট হবে সরকারের।

এবিষয়ে ঠিকাদার মানিক পাটওয়ারী সাথে মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও মন্তব্য নেওয়া যায়নি।

এদিকে অভিযোগের ভিত্তিতে গতকাল বিকালে সরেজমিনে পরিদর্শনে যান স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম পাটওয়ারী। তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় সংস্কার কাজটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।