ব্রেকিং:
নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

সদস্য সংগ্রহ করতে তৃণমূলে আওয়ামী লীগের চিঠি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

তৃণমূলের সব মেয়াদোত্তীর্ণ কমিটি অর্থাৎ জেলা, উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন শেষ করার তাগিদ দিয়ে চিঠি পাঠাচ্ছে আওয়ামী লীগ। একই সঙ্গে নতুন সদস্য সংগ্রহ করার জন্যও নির্দেশনা দিয়েছে দলটি। 
চলতি বছরের অক্টোবর মাসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদোত্তীর্ণ হবে। এই অক্টোবর মাসেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হওয়ার কথা আছে। এ জন্য কেন্দ্রীয় কমিটির আগে সম্মেলন শেষ করার তাগিদ দিয়ে চিঠি পাঠানো হচ্ছে।

আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে চিঠি তৈরি করার নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, যেসব জেলা-উপজেলায় সম্মেলনের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য নিদের্শ দেয়া হয়েছে। কেন্দ্রীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলায় সব কমিটি শেষ করতে হবে। পাশাপাশি নতুন সদস্য ও সংগ্রহ করা হবে।

আগামী অক্টোবর মাসেই সম্মেলন হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এ কারণে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলার সম্মেলনে জোর দিচ্ছে দলের হাইকমান্ড।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ চলতে পারে না। নতুন কর্মী সৃষ্টি করতে হবে। কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। আমাদের দলের অনেক সাহসী এবং ত্যাগী নেতা ছিলেন, যাদের আমরা হারিয়েছি। তাদের রাজনৈতিক পদার্শকে আমরা স্মরণ করি। জাতীয় সম্মেলনের আগে আওয়ামী লীগ সদস্য সংগ্রহ করবে। তরুণরাই আওয়ামী লীগ ও দেশের মূল সম্পদ। তৃণমূলে আগামী অক্টোবরের মধ্যে সম্মেলন শেষ করতে হবে। দুই-এক দিনের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের চিঠি পাঠাবো।