ব্রেকিং:
নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল সাধারণ সম্পাদক বাবু

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে নির্মল রঞ্জণ গুহ এবং সাধারণ সম্পাদক পদে আফজালুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন। দুইজনই স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পদে ছিলেন।
শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন থেকে নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীর জন্য কাউন্সিলদের কাছ থেকে নামের প্রস্তাব চাওয়া হয়। এতে সভাপতি পদে ৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ১২ জনের নামের প্রস্তাব করা হয়।

সভাপতি পদে যাদের নাম প্রস্তাব করা হয়েছিলো: নির্মল রঞ্জণ গুহ, মতিউর রহমান মতি, গোলাম সরোয়ার খান মামুন, আফজালুর রহমান বাবু, মজিবুর রহমান স্বপন, আবু ইবনে রজবসহ ছয় জনের নাম।

সাধারণ সম্পাদক পদের জন্য আব্দুল আলিম বেপারি, শেখ সোহেল রানা টিপু, বাবু আশীষ কুমার মজুমদার, গাজী মেজবাউল আলম সাচ্চু, শেখ মো. নুরুজ্জামান, এ কে আজিম,  আফজালুর রহমান বাব, খায়রুল হাসান জুয়েলসহ মোট ১২ জনের নাম প্রস্তাব করা হয়।

এছাড়া মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম এবং দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

গত ১১ ও ১২ নভেম্বর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়। সেখানে উত্তরে ১১ জন সভাপতি ও  ১৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। আর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগে ১৪ জন সভাপতি ও ২৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। সর্বশেষ ২০১২ সালে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন হয়েছিল।