ব্রেকিং:
নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনী মাঠ এখন মওদুদ আহমদের জন্য মরুভূমি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮  

কথিত মতে মরুভূমিতে গেলে যেমন কিছু খেঁজুর গাছ ছাড়া অন্য কিছু দেখা যায়না, তেমনি ব্যারিষ্টার মওদুদ আহমদের গণসংযোগেও তাঁর সাথে থাকা গুটি কয়েক নেতা ছাড়া সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়না। জনবিচ্ছিন্ন হয়ে নোয়াখালী-৫ আসনের নির্বাচনী মাঠ তাঁর জন্য মরুভূমিতে পরিণত হয়েছে। যেখানেই যাচ্ছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাড়া পাচ্ছেন না। এ অবস্থার উত্তরনে নানান অপকৌশল গ্রহন করেও পরিস্থিতির উন্নতি করতে পারছেন না তিনি(মওদুদ)। কখনো বলছেন আ’লীগ তাঁকে(মওদুদ) অবরুদ্ধ করে রাখছে। কখনো বলছেন গণসংযোগে বাধা দিচ্ছে, কখনো বলছেন, গাড়ি বহরে হামলা করা হচ্ছে। সুযোগ বুঝে প্রশাসনের সহযোগীতা পাচ্ছেননা বলেও অভিযোগ তুলছেন। বাস্তবে এসবের মধ্যে কোন মিল নেই।

খোঁজ নিয়ে জানা যায়, তিনি প্রতিদিনই গণসংযোগ করছেন। ইতিমধ্যে চরপার্বতী, চরহাজারী, মুছাপুর, চরফকিরা, ও রামপুর ইউনিয়নে বাধাহীনভাবে গণসংযোগ করেছেন। তবে বাধা না পেলেও রামপুরে তিনি গণসংযোগ কালে তাঁর গাড়িতে ককটেল হামলা হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানালেও পরবর্তীতে দেখা যায়, সম্পূর্ণ ভূয়া তথ্য দিয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী ও প্রার্থীর লোকজনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন তিনি।

তিনি এখন হতাশাগ্রস্থ হয়ে ওবায়দুল কাদের তথা আ’লীগের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে নির্বাচনী মাঠকে ঘোলাটে করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তাঁর কোন অপকৌশলই ঢোপে টিকছেনা।

অনুসন্ধান করে দেখা যায়, তাঁর অধিকাংশ অভিযোগই অসত্য ও ভিত্তিহীন। তবে কিছু কিছু জায়গায় তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও সেটি ছিল তার দলের কোন্দলের কারনে। কোম্পানীগঞ্জে বিএনপির দলীয় নেতৃত্ব নিয়ে যে কোন্দল রয়েছে তারই জের ধরে তিনি কয়েকটি স্থানে বিব্রত হচ্ছেন।

সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, গত ১০ বছরে আ’লীগ তথা ওবায়দুল কাদেরের দৃশ্যমান উন্নয়নের কারনেই তারা নৌকার পক্ষে আছেন। তারা(সাধারণ ভোটার) ওবায়দুল কাদেরকে আবারো বিজয়ী প্রার্থী হিসেবে দেখতে চান।