ব্রেকিং:
নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

নোয়াখালীতে মিনি ক্যাসিনো থেকে জুয়াড়ি আটক

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

নোয়াখালীর কবিরহাট উপজেলার একটি মিনি ক্যাসিনো থেকে ব্যাংক কর্মকর্তাসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সী বাজারের নুর নবী বাবুলের মিনি ক্যাসিনো থেকে তাদেরকে আটক করা হয়। 
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বোড, তাস ও নগদ টাকা জব্দ করা হয়। আটককৃত জুয়াড়িরা হলেন, কবিরহাট পৌরসভার ঘোষবাগ গ্রামের মোজ্জামেল হকের ছেলে ও সোনালী ব্যাংক কালামুন্সী বাজার শাখার ম্যানেজার মো. এনামুল হক আজাদ (৫৭), উপজেলার পূর্ব রাজুরগাঁও গ্রামের করিমুল হুদা চৌধুরীর ছেলে ও সোনালী ব্যাংক কালামুন্সী বাজার শাখার ক্যাসিয়ার বাহার উদ্দিন চৌধুরী (৫৭), মালিপাড়া গ্রামের মো. হানিফের ছেলে মো. রাসেল (২৭), জালাল আহম্মদের ছেলে মো. শাহজাহান (৩৯), পূর্ব বাদুগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সেলিম (৪৭), দক্ষিণ নিরাঞ্জনপুর গ্রামের শামছুল হকের ছেলে মো. মাইনুউদ্দিন ((৪০), সুন্দলপুর গ্রামের আবুল খালেকের ছেলে আবুল হাসেম (৪৫), বড়রামদেবপুর গ্রামের সেরাজুল হকের ছেলে ছায়েদুল হক (৫৫), মালিপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৯), ছেরাজুল হকের ছেলে মজিবুল হক মন্টু (৪২), সাজু মিয়ার ছেলে শেখ মজিদ (৪২), উত্তর লামছি গ্রামের আবুল বাশারের ছেলে নিজাম উদ্দিন (৩৫), দক্ষিণ জগদানন্দ গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে ছায়েদুল ক (৪২) ও আবুল খায়েরের ছেলে আবদুস ছাত্তার (৫৩)। 
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ কালামুন্সী বাজারের নুর নবী বাবুলের ওই দোকানটি এক ধরনের মিনি ক্যাসিনো হিসেবে ব্যবহার হয়ে আসছে। ওই দোকানে প্রকাশ্যে জুয়া খেলা, মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে আসছে। 
আটককৃতদের বিরুদ্ধে কবিরহাট থানায় ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনের জ্জ ধারায় মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি কামরুজ্জামান শিকদার মানবজমিনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সী বাজারের নুর নবী বাবুলের পরিত্যাক্ত দোকানে অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামসহ আটক করা হয়েছে। পরে তাদেরকে কবিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।