ব্রেকিং:
নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর নোয়াখালীতে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ আওয়ামী লীগে স্বজনদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি
  • সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে সরকারি চাকরি করবেন শাহনাজ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২  

ছোটবেলা থেকেই দুই পায়ে হাটঁতে পারেন না শাহনাজ আক্তার। সমবয়সীরা যখন হেঁটে স্কুলে যেত তখন বাবা-মায়ের কোলে চড়ে স্কুলে যেতে হতো তাকে। ধীরে ধীরে বড় হতে থাকেন শাহনাজ। এক সময় তার জীবন শুরু হয় হুইল চেয়ারে বসে।

এরপরও থেমে থাকেননি অদম্য শাহনাজ। বরাবরই পড়াশোনা করতে চেয়েছেন। ৫ম ও ৮ম শ্রেণিতে জিপিএ-৫ পাওয়া শাহনাজ এবার উর্ত্তীণ হয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও।

গত মঙ্গলবার প্রকাশিত গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৯.২৫ নম্বর অর্জন করেন তিনি। এবার শাহনাজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। পাশাপাশি সরকারি চাকরি করতে আগ্রহী এই মেধাবী। 

গত ১৩ আগস্ট অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেন শাহনাজ। প্রথমবার গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিয়েও চান্স না পাওয়ায় দ্বিতীয়বার সফল হন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন তিনি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে পড়তে আগ্রহী শাহনাজ।

কুমিল্লার লালমাই উপজেলার আবুল কালাম ও নূর জাহান বেগম দম্পতির মেয়ে শাহনাজ। ছোটবেলা থেকে অদম্য মেধাবী শাহনাজ আমেনা বেগম গার্লস স্কুল থেকে এসএসসিতে ৪ দশমিক ৪৪ এবং লালমাই সরকারি কলেজ থেকে এইচএসসিতে ৪ দশমিক ৭৫ পেয়ে কৃতকার্য হন। এবার পড়বেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উর্ত্তীণ হওয়ায় উচ্ছ্বসিত শাহনাজ বলেন, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া সত্যি আনন্দের। এবার বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো। 

তিনি বলেন, ছোটবেলা থেকে পড়াশোনা করতে চেয়েছি। কিন্তু অনেক সময় শারীরিক সমস্যার কারণে বাধা পেয়েছি। তবে হাল ছাড়িনি। আমার মা আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হতে পেরে খুবই আনন্দিত। আমি স্বপ্ন দেখতাম উচ্চ শিক্ষা অর্জনের।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী জানিয়ে শাহনাজ বলেন, বাবা-মা এখানে ভর্তি হতে বলছেন। আমিও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। কারণ এখানে পড়লে বাড়ির কাছাকাছি থাকা সম্ভব হবে। 

গ্র্যাজুয়েশন শেষে সরকারি চাকরি করতে চান জানিয়ে তিনি বলেন, প্রথমে আমি একজন ভালো মানুষ হতে চাই। পড়াশোনা শেষ করে আমি একটি সরকারি চাকরি করতে চাই। আমি যেহেতু অসুস্থ, তাই সরকারি চাকরি করলে আমার জন্য ভালো হবে। এছাড়া আমি আমার মতো শারীরিকভাবে অসুস্থদের জন্য কাজ করব। 

শাহনাজের মা নূর জাহান বলেন, ও সবসময় পড়াশোনার প্রতি আগ্রহী ছিল। ৫ম ও ৮ম শ্রেণিতে এ প্লাস পেয়েছিল। আমরাও তখন থেকে তাকে সার্পোট দিয়েছি। সে এবার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে শুনি খুবই ভালো লাগছে।

ভাই মারুফ আহমেদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাকেই আদর্শ মনে করেন শাহনাজ।

মারুফ বলেন, তার যে ইচ্ছে শক্তি, আমি মনে করি সে  নিশ্চয়ই নিজেকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে। সে কারো অনুগ্রহ নিতে চায় না।