ব্রেকিং:
নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশের সঙ্গে ছাত্র-শিক্ষক বিনিময়ে সম্মত মদিনা বিশ্ববিদ্যালয়

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছাত্র ও শিক্ষক বিনিময়ের লক্ষ্যে এক সমঝোতা প্রস্তাবে সম্মত হয়েছেন মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর ডক্টর হোসাইন আল আবদালি।

সোমবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছাত্র ও শিক্ষক বিনিময়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিলে তিনি সম্মতি জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশি ছাত্রদের জন্য বৃত্তি বাড়ানোয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ভাবে বিখ্যাত ও উচ্চ-মানসম্পন্ন উল্লেখ করে তিনি এ বিশ্ববিদ্যালয়ে আরো বেশি বাংলাদেশি ছাত্রদের পড়াশোনা করার সুযোগের অনুরোধ জানান। 

বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনায় অত্যন্ত ভালো উল্লেখ করে ভাইস রেক্টর বলেন, পড়াশোনা পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও তারা ভালো করছে।

মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এরইমধ্যে ৬৯৩ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন এবং ২০৬ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন ইসলামিক কবিতা, গান, হামদ, নাথ আরবিতে অনুবাদ করে গবেষণার প্রস্তাব দেন। গোলাম মসীহ তার এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে তিনি আগামী দিনে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন এবং রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রস) মো. ফখরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।