ব্রেকিং:
দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ
  • মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিতে চাই: দীপু মনি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯  

মন্ত্রিত্বের নির্দিষ্ট সময়ের মধ্যেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিতে চান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বর্তমানে যে পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয় সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন এনে দেশীয় শিক্ষাকে পৌঁছে দিতে চান আন্তর্জাতিক মানে।
রোববার ডেইলি বাংলাদেশের সঙ্গে আলাপে শিক্ষামন্ত্রী জানান, আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা যে পর্যায়ে রয়েছে সেটিকে আরো সামনের দিকে নিয়ে যেতে হবে। গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে শিক্ষায় এগিয়ে থাকা দেশগুলো কোন পদ্ধতিতে শিক্ষা প্রদান করছে সেটি বুঝতে হবে এবং আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে যায় এমন ভালো বিষয়গুলো গ্রহণ করতে হবে।

দীপু মনি বলেন, ইতিমধ্যেই বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনার চেষ্টা করছি। কিছু পরিবর্তন আনা হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষাদান পদ্ধতিতে কিছু ভালো পরিবর্তন এসেছে। ক্লাসরুমগুলোকে প্রযুক্তির আওতায় আনা হচ্ছে। শিক্ষকদের দাবি-দাওয়া বিবেচনা করে সামর্থ্য অনুযায়ী পূরণ করা হচ্ছে। আমরা আশা করছি কয়েক বছরের মধ্যেই শিক্ষায় আমরা বৈশ্বিক ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবো।

এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, এমপিওভুক্তি, ডিজিটাল শ্রেণীকক্ষ নির্মাণসহ বেশ কিছু উন্নয়ন কার্যক্রমের উদাহরণ দেন। এছাড়াও ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশে জিপিএ-৫ এর পরিবর্তে জিপিএ-৪ প্রবর্তনের বিষয়টি উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী জানান, গ্রেড পয়েন্ট এভারেজ বা জিপিএ’র আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের সব কয়টি পাবলিক পরীক্ষাতেই ধীরে ধীরে সর্বোচ্চ জিপিএ মান চার করা হবে। ২০২০ সালে জেএসসির পর ২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাতেও এ পদ্ধতি চালু করা হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোও জিপিএ মান চারে নিজেদের ফলাফল প্রকাশ করে।

দীপু মনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে বিশেষজ্ঞদের মতামত নিয়ে বিষয়টি চূড়ান্ত করা হবে। বর্তমানে জিপিএ-৫ নিয়ে যে অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে সেটিকে বন্ধ করতে হবে। আমাদের দেশের মানুষেরা বিদেশে পড়তে গিয়ে কিংবা কাজ করতে গিয়ে যেন কোনো অসুবিধায় না পড়ে সে দিকটাও আমাদেরকে দেখতে হবে।

তিনি বলেন, কেবল শিক্ষায় ভালো পরিবর্তন আনতে পারলে গোটা জাতি ভালো দিকে পরিবর্তিত হবে। এজন্য গোটা শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো দরকার। কেমন শিক্ষা পদ্ধতি গ্রহণ করলে দেশের মানুষের কাজে লাগবে সেটি নিয়েও আমাদেরকে কাজ করতে হবে। কাজটি অনেক কঠিন তবে কোনোভাবেই অসম্ভব নয়।