ব্রেকিং:
নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া? কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদি দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী
  • মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

এফবিসিসিআই সভাপতির দায়িত্ব নিলেন ফাহিম

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২০ মে ২০১৯  

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র (এফবিসিসিআই)  ২৪ তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ ফজলে ফাহিম। 
রোববার এফবিসিসিআই ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে ২০১৯-২০২১ মেয়াদকালের পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন।

এ সময় নব-নির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম, সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, নির্বাচিত ৬ জন সহ-সভাপতিসহ পরিচালকরা দায়িত্ব নেন।

এফবিসিসিআই নির্বাচন বিধিমালা অনুযায়ী, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে ২০১৯-২০২১ মেয়াদে শেখ ফজলে ফাহিম সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি জনাব মো. মুনতাকিম আশরাফ। এ ছাড়াও চেম্বার এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩ জন করে আরো মোট ৬ জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। 
 
আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর  শেখ ফজলে ফাহিম তার বক্তব্যে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা-পর্ষদ এবং সমগ্র ব্যবসায়ী সম্প্রদায়কে সঙ্গে নিয়ে এ সংগঠনের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এ সময় দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআই অর্থনীতির বিনির্মাণ প্রক্রিয়ায় যথাযথ ভূমিকা পালন করবেন বলেও জানান শেখ ফাহিম।
 
এফবিসিসিআইয়ের বিদায়ী সভাপতি জনাব মো: শফিউল ইসলাম মহিউদ্দিন দায়িত্ব হস্তান্তরের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ তাদের যোগ্যতা, দক্ষতা ও প্রত্যয় নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এফবিসিসিআইয়ের সবচেয়ে সফল পর্ষদ হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

এর আগে এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি ২০১৯-২০২১ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন ফলাফল ঘোষণা করেন।